• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলজেরিয়ায় সামরিক সদস্যদের রাজনীতিতে আসায় নিষেধাজ্ঞা

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০১৯, ১৮:২৭
আলজেরিয়া
আলজেরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আহমেদ গাইদ সালা, ছবি : সংগৃহীত

আলজেরিয়ায় অবসরের পর সামরিক সদস্যদের রাজনীতিতে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। নতুন এই নিয়ম অনুযায়ী, অবসরের পর পাঁচ বছর বাইরে থাকতে হবে আলজেরিয়ার সামরিক সদস্যদের।

মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, অবসরে যাওয়ার পরবর্তী ৫ বছর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না আলজেরিয়ার সামরিক সদস্যরা। এমন কি অন্য কোনো সরকারি কাজেও যুক্ত হতে পারবেন না তারা।

আলজেরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আহমেদ গাইদ সালা এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন যা প্রাথমিকভাবে গৃহীত হয়। পরবর্তী সময়ে এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য তোলা হলে সেখানেও সবুজ সঙ্কেত পায় প্রস্তাবটি।

নতুন নীতি সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়, একজন সামরিক সদস্য অবসরে যাওয়ার পরবর্তী ৫ বছরে আলজেরিয়ার পিপলস ন্যাশনাল আর্মি থেকে দূরে সরার প্রক্রিয়া শুরু হবে। তবে বিশেষ প্রয়োজনে আবারও তাকে ডাকা হতে পারে। এরপর ৫ বছর অতিবাহিত হলে তিনি রাজনীতিতে অংশ নিতে পারবেন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড