• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথমবারের মতো অর্থনীতিতে একসঙ্গে নোবেল পেলেন স্বামী-স্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ২০:৫৪
নোবেল প্রাইজ
অভিজিৎ ব্যানার্জী ও তার স্ত্রী এস্থার ডুফলো, ছবি : সংগৃহীত

নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। অতীতে কয়েকজন বাঙালি নোবেল পেয়েছেন যার মাধ্যমে গর্বিত হয়েছে পুরো বাঙালি জাতি। এবার নোবেল বিজয়ীদের তালিকায় যুক্ত হলো আরও এক বাঙালির নাম। তিনি হলেন অভিজিৎ ব্যানার্জী।

চলতি বছর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে আজ সোমবার। ক্ষেত্রটিতে পুরস্কার প্রাপ্তরা হলেন- অভিজিৎ ব্যানার্জী, এস্থার ডুফলো এবং মাইকেল ক্রেমার। এদের মধ্যে অভিজিৎ ব্যানার্জী এবং এস্থার ডুফলো স্বামী-স্ত্রী। ইতিহাসে এই প্রথম স্বামী-স্ত্রী অর্থনীতিতে একই হারে নোবেল পাওয়ার রেকর্ড গড়লেন।

অভিজিৎ ব্যানার্জীর জন্ম কলকাতায় ১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারি। তিনি বেড়ে উঠেছেন কলকাতায় এবং এই শহরেই অনেকটা সময় ছিলেন। তিনি কলকাতার সাউথ পয়েন্ট স্কুল শেষ করে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ালেখা করেছেন। এরপর দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

অভিজিৎ ব্যানার্জী বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি এবং প্রিন্সটন ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছেন। অভিজিতের স্ত্রী এস্থার ডুফলো ফরাসি অর্থনীতিবিদ। তিনি ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। ডুফলোও এমআইটি এবং প্রিন্সটন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড