• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১৮:৩৩
ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (ছবিসূত্র : এনডিটিভি)

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের বেসরকারি সফরে ভারতে পৌঁছেছেন। আজ শুক্রবার তিনি ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাডুর রাজধানী চেন্নাইয়ে পৌঁছেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’।

দুই দিনের এই সফরে ভারত ও চীনের মধ্যকার একটি অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নেবেন শি জিনপিং। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায়ও বসবেন তিনি।

গত বছরের এপ্রিলে চীনের উহানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসেছিলেন। যা ছিল দুজনের মধ্যে প্রথম বৈঠক। ওই বৈঠকের পর জিনপিংকে ভারতে সফরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। তারই সূত্র ধরে এবার ভারত সফর করছেন চীনের প্রেসিডেন্ট।

এ দিকে এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে কাশ্মীর ইস্যু নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না বলে জানানো হয়েছে উভয় দেশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড