• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হংকংয়ে বিক্ষোভে গ্রেফতার ৭৫০ শিশু

  আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১৭:০৬
হংকং
হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভে শিশুরাও রাজপথে নেমে এসেছে (ছবিসূত্র : গালফটুডে)

ইউরেশিয়ার দক্ষিণপূর্ব উপকূলের দেশ হংকংয়ে গত চার মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই আন্দোলনে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে ৭৫০ জন শিশু। এক সরকারি কর্মকর্তার বক্তব্যের বরাত দিয়ে আজ এ সংবাদ প্রকাশ করেছে ‘দ্য ওয়ার্ল্ড নিউজ’।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ম্যাথিউ চেউং নামের এই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে বলেন, গত জুন থেকে পুলিশ যে ২ হাজার ৩৭৯ জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে ৭৫০ জন শিশু। যা সত্যি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক।

এ সময় ম্যাথিউ চেউং বাবা-মায়েদের উদ্দেশে বলেন, তারা যেন উঠতি প্রজন্মের ছেলেদের সতর্ক করে যাতে তরুণরা কোনো ধরনের ‘বেআইনি ও সহিংস কর্মকাণ্ডে’ যুক্ত না হয়। আর আহত কিংবা আটক হওয়া থেকে নিজেদের রক্ষা করে।

তবে ম্যাথিউ চেউংয়ের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন হংকংয়ের জনপ্রিয় ব্লগার কোং তুসান। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, সরকার বলছে যে এটা হৃদয়বিদারক। কিন্তু তারা এর কারণ জানতে চাচ্ছে না। তরুণরা জেগে উঠেছে। স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে তারা।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড