• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুপার টাইফুন হাজিবিস ধেয়ে আসছে টোকিওর দিকে

  আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১৬:৩৫
জাপান
টোকিওর দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন হাজিবিস (ছবিসূত্র : স্পুটনিক নিউজ)

জাপানের রাজধানী টোকিওর দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘হাজিবিস’। আজ শুক্রবার ‘স্পুটনিক নিউজ’ জাপানের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে জাপানের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সুপার টাইফুন হাজিবিস টোকিওর দিকে ধেয়ে আসছে। যে কোনো মুহূর্তে টোকিও উপকূলে আঘাত হানতে পারে এটি।

এছাড়া ১৯৫৮ সালের পর থেকে এটিই সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন বলে উল্লেখ করা হয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতিতে।

টাইফুন হাজিবিসের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে বাতিল করা হয়েছে জাপানে চলমান রাগবি বিশ্বকাপের কয়েকটি ম্যাচ। তাছাড়া সুপার টাইফুন হাজিবিসের আঘাত হানার সম্ভাবনায় টোকিওর নারিতা বিমানবন্দর থেকে সকল আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বৃহত্তর টোকিওর সব রেল যোগাযোগ।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড