• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় তুর্কি অভিযানে পাকিস্তানের সমর্থন, উদ্বেগ ভারতের

  আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১৫:৪৩
তুরস্ক-সিরিয়া
সিরিয়ায় তুর্কি অভিযান, ছবি : আনাদুলো এজেন্সি

সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানে সমর্থন জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে এই অভিযানের জন্য উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বৃহস্পতিবার দেশ দুটি এ বিষয়ে আলাদা বিবৃতি দিয়েছে।

তুরস্কের সামরিক অভিযান সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওই অঞ্চলে তুরস্কের বৈধ নিরাপত্তা উদ্বেগ সম্পর্কে আমরা বুঝি। পাকিস্তানের মতো তুরস্কও সন্ত্রাসবাদের শিকার।

এ দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তুর্কির অভিযানে ওই এলাকা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অশান্ত হবে। এই অভিযান মানবাধিকার ও নাগরিক দুর্দশার সৃষ্টি করবে।

প্রসঙ্গত, সিরিয়ার উত্তরাঞ্চল সন্ত্রাসমুক্ত করতে বুধবার অপারেশন পিস স্প্রিং শুরু করে তুরস্ক। এরপর বৃহস্পতিবার সিরিয়ার উত্তরাঞ্চলে ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলে ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে তুরস্কের যুদ্ধবিমান। সেখানে কুর্দিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা।

সিরিয়ায় অভিযান সম্পর্কে তুরস্ক বলছে, কুর্দিরা সিরিয়ার ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। তাদের না সরালে সিরিয়া ভূখণ্ড হুমকির মুখে পড়বে। এমনকি কুর্দিদেরকে নিজেদের জন্যও হুমকি মনে করে তুরস্ক।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড