• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফুটপাতে চলন্ত বাস, নিহত ৭

  আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১১:২১
ভারত
প্রতীকী ছবি, ছবি : ইন্ডিয়া টুডে

ফুটপাতে চলন্ত বাস উঠে পড়ায় নিহত হয়েছেন অন্তত ৭ জন। ভারতের উত্তর প্রদেশের এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর প্রদেশে এক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতির একটি বাস ফুটপাতে উঠে পড়ায় নিহত হয়েছেন অন্তত ৭ জন। এছাড়া কয়েকজন আহতও হয়েছেন।

জানা গেছে, দুর্ঘটনায় হতাহতরা ফুটপাতে ঘুমাচ্ছিলেন। শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাদের পিষে দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। মৃতদের মধ্যে চারজন নারী ও তিনজন শিশু।

হতাহতরা গঙ্গায় পুণ্যস্নানের জন্য উত্তর প্রদেশের বুলন্দশহরের নারাউরা ঘাটের দিকে যাচ্ছিলেন। রাতে বিশ্রাম নেওয়ার জন্য রাস্তার পাশে ফুটপাতে ঘুমিয়ে পড়েন তারা। অন্য দিকে ঘাতক বাসটিতেও ছিল পুণ্যার্থীরা।

দুর্ঘটনার পরই বাস চালক পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এ সম্পর্কে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, চালককে ধরতে অভিযান শুরু করেছি আমরা। দ্রুতই তাকে গ্রেফতার করা হবে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড