• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কোনো মুহূর্তে সিরিয়ায় অভিযান চালাবে তুরস্ক

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৮:২৩
তুরস্ক
অভিযানের উদ্দেশ্যে এখন সিরিয়া সীমান্তে অবস্থান করছে তুরস্কের সৈন্যরা (ছবিসূত্র : বিবিসি)

তুরস্ক সেনাবাহিনী এখন সিরিয়ার সীমান্ত এলাকায় অবস্থান করছে। তাদের উদ্দেশ্য সিরিয়ায় পশ্চিমা সমর্থিত কুর্দি মিলিশিয়াদের ওপর হামলা চালানো ও তাদের শক্তি হ্রাস করা। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র।

এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগানের মুখপাত্র ফারহেতিন আলতুন বুধবার (৯ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘পশ্চিমা সমর্থিত কুর্দি মিলিশিয়ারা দীর্ঘদিন ধরে তুরস্কের নাগরিকদের হুমকি দিয়ে আসছে। সেই হুমকির মোকাবিলায় খুব শিগগিরই সীমান্ত অতিক্রম করবে আমাদের সৈন্যরা।'

তিনি আরও জানান, কুর্দি মিলিশিয়াদের সামনে এখন দুটো পথ রয়েছে। হয় তারা দলত্যাগ করতে পারে, আর তা না করলে চরম শাস্তি পেতে হবে তাদের।

উল্লেখ্য, উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থানকারী কুর্দি মিলিশিয়া গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র বরাবরই সমর্থন দেয়। তবে তুরস্ক মনে করে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড