• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রসায়নেও নোবেল পেলেন তিনজন

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৬:১২
নোবেল প্রাইজ
রসায়নে নোবেল প্রাপ্তরা, ছবি : নোবেল প্রাইজ টুইটার

চিকিৎসা এবং পদার্থের পর রসায়নেও নোবেল পেয়েছেন তিনজন। ২০১৯ সালে রসায়নে নোবেল বিজয়ীরা হলেন- জন গুডেনাফ, স্ট্যানলি হোয়াইটিংহাম এবং আকিরা ইয়োসিনো। আজ বুধবার এদের নাম ঘোষণা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির জন্য রসায়নে নোবেল পেয়েছেন এই তিন বিজ্ঞানী। তবে এখন পর্যন্ত পুরস্কার প্রাপ্তদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে চলতি বছর চিকিৎসায় নোবেল পান উইলিয়াম জি কেইলিন জুনিয়র, স্যার পিটার জে র‍্যাটক্লিফ এবং গ্রেগ এল স্যামেনজা। এছাড়া পদার্থে নোবেল পান জেমস পিবলেস, মিশেল মেয়র এবং দিদিয়ের কোয়েলজ।

প্রসঙ্গত, এবারের নোবেল পুরস্কার ঘোষণার চতুর্থ দিনে বৃহস্পতিবার সাহিত্যে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। এক জুরির স্বামীর বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি গত বছর সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করে।

এ কারণে এবার একসঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর আগামী শুক্রবার শান্তি এবং ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড