• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শীর্ষ দুই আলেম

  ধর্ম ও জীবন ডেস্ক

০১ অক্টোবর ২০১৯, ১৪:২৫
দুই আলেম
মুক্তি পাওয়া দুই আলেম (ছবি : সংগৃহীত)

দীর্ঘ দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ভারতের শীর্ষস্থানীয় দুই আলেম। তারা হলেন- ভারতের মাদরাসা মিফতাহুল উলুম জালালাবাদের প্রিন্সিপাল মাওলানা হাফিউল্লাহ এবং মাদরাসা দারুল উলুম জালালাবাদের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ওয়াসিফ আমিন।

গতকাল (সোমবার, ৩০ সেপ্টেম্বর) সকালে মুজাফফর নগর জেল থেকে মুক্তি লাভ করেন এ দুই আলেম।

নিজ নিজ মাদরাসায় ভিনদেশি নাগরিকদের অবৈধভাবে আশ্রয় দেয়ার অভিযোগে গত ২৮ জুলাই উপরোক্ত দুজন আলেম ও কারী মুহাম্মাদ আশরাফসহ মোট তিনজনের বিরুদ্ধে থানাভবন পুলিশ একটি মামলা দায়ের করে এবং ২৯ জুলাই এই তিনজন আলেমকে গ্রেফতার করে সেখানকার পুলিশ।

গতকাল হাইকোর্টে এই মামলার জামিন আবেদন করলে হাফিউল্লাহ এবং ওয়াসিফ আমিনের জামিন মঞ্জুর করে হাইকোর্ট। এবং দীর্ঘ দুই মাস পরে কারাগার থেকে মুক্তি পান তারা। তবে মুহাম্মাদ আশরাফকে কেন মুক্তি দেয়া হয়নি, তা এখনো জানা যায়নি।

সূত্র : মিল্লাত টাইমস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড