• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

তেলক্ষেত্রে হামলা নিয়ে মুখ খুলল সৌদি

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২
সৌদি আরব
হামলায় ব্যবহৃত ড্রোন এবং ক্রুজ মিসাইলের ধ্বংসাবশেষ (ছবি : বিবিসি)

সৌদি আরবে তেলক্ষেত্রে হামলার কয়েকদিন কেটে গেছে। এতদিন নীরব থাকলেও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে সৌদি কর্তৃপক্ষ। তারা বলছে, এই হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে। হামলার পর থেকে যুক্তরাষ্ট্রও একই অভিযোগ করে আসছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, হামলায় ব্যবহৃত ড্রোন এবং ক্রুজ মিসাইলের ধ্বংসাবশেষ দেখিয়ে সৌদি আরব বলেছে, এগুলোই হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা প্রমাণ করে।

সৌদি কর্তৃপক্ষ বলেছে, হামলায় ১৮টি ড্রোন এবং ৭টি ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। এগুলোর ধ্বংসাবশেষ দেখে আমরা বুঝতে পেরেছি, নিঃসন্দেহে এই হামলার পৃষ্ঠপোষকতা করেছে ইরান।

তবে ইরান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। একইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে যে কোনো সামরিক হামলার উপযুক্ত জবাব দেয়া হবে।

সৌদি তেলক্ষেত্রে হামলার পর পরই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তার দায় স্বীকার করে। তবে যুক্তরাষ্ট্র তখন থেকেই এই হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে এবং ইরানের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগের চেষ্টা করছে। যদিও তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে যাবে না বলে জানিয়েছেন ট্রাম্প।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড