• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পিডবোটে গতির রেকর্ড গড়তে গিয়ে ইতালিতে নিহত ৩

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০২
ইতালি
স্পিডবোটে গতির রেকর্ড গড়তে গিয়ে ইতালিতে নিহত ৩, ছবি : বিবিসি

স্পিডবোটে গতির রেকর্ড গড়তে গিয়ে ইতালির ভেনিসে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে আছেন দেশটির স্পিডবোট রেসের চ্যাম্পিয়ন ফাবিও বাজ্জি। বাকি দুজনের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে তাদের একজন ইতালির এবং অন্যজন নেদারল্যান্ডের বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সমুদ্র তীরবর্তী অঞ্চলে নতুন রেকর্ড গড়তে চেয়েছিলেন ৭৬ বছর বয়সী বাজ্জি। সেটি করতে গিয়েই তার স্পিডবোট একটি কৃত্রিম প্রবাল প্রাচীরে আঘাত হানে। এতে এই দুর্ঘটনাটি ঘটে। বাজ্জি তার স্পিডবোট নিয়ে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন।

স্থানীয় কর্মকর্তা গিয়ামপাওলো মন্টাভোচি জানান, বেঁচে যাওয়া একজনের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে। মারিও ইনভারনিজ্জি নামের ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে দুজন ব্রিটিশ পাইলটের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। এই খবরটি মিথ্যা বলে নিশ্চিত করেছেন মন্টাভোচি।

প্রসঙ্গত, স্পিডবোট রেসের চ্যাম্পিয়ন ফাবিও বাজ্জি ১০টি বিশ্ব চ্যাম্পিয়নশিপের বিজয়ী ছিলেন। তার ক্যারিয়ার শুরু হয় আরও ৪০ বছর আগে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড