• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুদ্ধ বন্ধে কোরআনের উদ্ধৃতি দিলেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৩
ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সৌদি-ইয়েমেন সংকট নিরসনে পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে যুদ্ধ বন্ধের তাগাদা দিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৬ সেপ্টেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলেনে রাশিয়ান ভাষায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

যুদ্ধ বন্ধ ও সংকট নিরসনে ভ্লাদিমির পুতিন মনে করেন, দুই পক্ষের আলোচনায় বসা জরুরি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন- ইয়েমেনে যা হচ্ছে, তা মানবিক বিপর্যয়। যা আলোচনা ছাড়া সমাধান করা সম্ভব নয়।

পুতিন বলেন, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আয়াত তুলে ধরতে চাই, যা ঐক্য ও ভ্রাতৃত্বের জন্য অনুপম নিদর্শন।

ঐক্য ও ভ্রাতৃত্ব প্রসঙ্গে বর্ণিত কোরআনের অনেক আয়াতের অন্যতম হলো- সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াত। ওই আয়াতে ইরশাদ হচ্ছে, ‘আর তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, তোমরা ছিলে পরস্পর শত্রু অতঃপর তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে।’

২০১৫ সাল থেকে চলা ইয়েমেনের গৃহযুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ অনাহারে মানবেতর জীবন কাটাচ্ছে। এক পক্ষকে সৌদি আরব আর অন্য পক্ষকে ইরান সহায়তা করছে।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড