• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলে শুরু ভোটগ্রহণ, কী আছে নেতানিয়াহুর ভাগ্যে?

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২২
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
সড়কে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনি পোস্টার। (ছবিসূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট)

মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র খ্যাত ইসরায়েলে গত পাঁচ মাসের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরব বিশ্বের ভাগ্য অনেকটাই নির্ভর করছে বলে দাবি কর্তৃপক্ষের।

সম্প্রতি বিভিন্ন বেসরকারি জরিপের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, সর্বশেষ তথ্য অনুযায়ী অতীতের মতো এবারের নির্বাচনেও নেতানিয়াহুর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডো লিবারম্যানের সমর্থন ছাড়া পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা পাওয়া তার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে।

যদিও বিশ্লেষকদের মতে, গত ৯ এপ্রিল নির্বাচনের পর এরই মধ্যে নেতানিয়াহুর সরকারে থাকতে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাসীন জোটের অন্যতম এই শরিক।

এ দিকে ইহুদিবাদী হিসেবে পরিচিত দখলদার এই রাষ্ট্রটিতে সরকার গঠনের ক্ষেত্রে দীর্ঘদিন যাবত তুরুপের তাস হয়ে আছেন এই অ্যাভিগডো লিবারম্যান। যার ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও যদি দেখা যায় সরকার গঠনের জন্য নেতানিয়াহুর তাকে প্রয়োজন হয়, তখনই আসল নাটকটি শুরু হবে বলে ধারণা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের।

ইসরায়েলে নির্বাচন

ইসরায়েলের সাধারণ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। (ছবিসূত্র : দ্য সেটেল টাইমস)

অপর দিকে সর্বশেষ জনমত জরিপের প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে নেসেটের (ইসরায়েলি সংসদ) মোট ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর দল পেতে পারে ৫৮টির মতো আসন। যেখানে লিবারম্যানের 'ইসরায়েল বেইতেনু' পাবে আটটি, যা গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনের চেয়ে অন্তত তিনটি বেশি।

তাছাড়া বেনি গ্যান্টজ নেতৃত্বাধীন দেশটির প্রধান বিরোধী জোট কমপক্ষে ৫৩টির বেশি আসনে জয়লাভ করতে পারে বলে এরই মধ্যে ধারণা করা হচ্ছে। তাছাড়া এবারের নির্বাচনে প্রায় ১২ শতাংশ ভোটার এখনো তাদের ভোট প্রদান ইস্যুতে কোনো সিদ্ধান্তে যেতে পারেনি। তবে যে সরকারই আসুক না কেন; তা প্রতিবেশী ফিলিস্তিনের তেমন কোনো উপকারে আসবে না বলেই দাবি বিশ্লেষকদের।

কেবল জোট সরকারের ক্ষেত্রেই নয়, ব্যক্তিগতভাবেও দুর্ভাগ্য তাড়া করে যাচ্ছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীকে। সম্প্রতি ইরান ও ফিলিস্তিন ইস্যুতে উচ্চাভিলাষসহ আরও বেশকিছু দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন :- হামলার নির্দেশ দিয়ে আইএস নেতা বাগদাদির নতুন বার্তা প্রকাশ

যদিও এসব অভিযোগ সত্ত্বেও জনগণের কাছে নেতানিয়াহু এখনো এক জনপ্রিয় নাম। যে কারণে নির্বাচনে জনপ্রিয়তা না কি বাস্তবতা জয়লাভ করবে, এবার তা-ই শিগগিরই জানা যাবে বলে দাবি সংশ্লিষ্টদের।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড