• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৬ মাস পর মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন মমতা

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০
ভারত
১৬ মাস পর মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন মমতা, ছবি : সংগৃহীত

প্রায় ১৬ মাস পর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার নয়াদিল্লিতে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্য সচিবালয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর ওইদিনই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এরপর বুধবার বিকাল সাড়ে চারটায় মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে মমতার।

বিভিন্ন সূত্র বলছে, মোদী-মমতা বৈঠকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে গুরুত্ব পাবে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইস্যুটি।

মমতা ব্যানার্জী বিজেপি এবং নরেন্দ্র মোদীর কঠোর সমালোচক। এ কারণে দুজনের মধ্যে খুব বেশি বৈঠক হতে দেখা যায় না। পশ্চিমবঙ্গের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মমতা ব্যানার্জীর অফিস থেকে মোদীর অফিসে যোগাযোগ করা হয়। এরপর তারা জানায়, বৈঠকটি বুধবার হবে।

এর আগে মোদীর সঙ্গে মমতার সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালের ২৫ মে। তখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন তারা।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড