• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মমতার উচিৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া, দাবি বিজেপির

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০২
মুখ্যমন্ত্রী মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবিসূত্র : ইন্ডিয়া টুডে)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশিদের সমর্থন নিয়ে রাজনীতি করতে চান তাহলে তার বাংলাদেশেই চলে যাওয়াই উচিত। মমতার প্রয়োজন সেখানকার প্রধানমন্ত্রী হওয়া। আসামের সদ্য প্রকাশিত এনআরসি ইস্যুতে মমতাকে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিজেপি নেতা সুরেন্দ্র সিং।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, 'পশ্চিমবঙ্গে কখনোই এনআরসি করার অনুমতি দেওয়া হবে না।' মূলত এসবের জবাবে রাজ্য বিজেপির এই বিধায়ক এমন মন্তব্য করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিজেপি নেতা সুরেন্দ্র সিং বলেন, 'আসামের পর এবার পশ্চিমবঙ্গেও এনআরসি প্রয়োগ করা হবে। তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশিদের এখানে রাখতে চান তাহলে তার ভুল হবে।'

তিনি সাংবাদিকদের বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে খারাপ দিন ঘনিয়ে আসছে। তার যদি সাহস থাকে তাহলে তিনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বনে যান; তাতে তার ভালোই হবে।'

রাজ্য বিজেপির এই বিধায়ক আরও যোগ করেছেন, 'এনআরসি পশ্চিমবঙ্গে প্রয়োগ করা হলে যারা আমাদের নাগরিক হিসাবে যোগ্য হবেন না তাদের সম্মানজনকভাবে নিজ দেশের বাড়িতে পাঠানো হবে।'

হিন্দু সম্প্রদায়ের মহাকাব্য রামায়ণের উদাহরণ টেনে সুরেন্দ্র সিং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনি সাফল্যের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, 'লঙ্কার (শ্রীলঙ্কা) মানুষ হনুমানকে প্রবেশের অনুমতি দেয়নি তবে তিনি ঠিকই সেখানে চলে যেতে পেরেছিলেন। একই সঙ্গে অমিত শাহ এবং যোগী আদিত্যনাথও পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন; তাদের হাত ধরে আমরা এখানে অনেকগুলো আসন পেয়েছি।'

আরও পড়ুন :- নিজের উপহারকে এবার নিলামে তুলছেন মোদী!

সুরেন্দ্র সিং যোগ করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় হলেন বাংলার রাজনৈতিক রানি (লঙ্কিনী)। সেখানে এবার রাম নিজের পা রেখেছেন এবং খুব শিগগিরই রাজ্যে সরকারের পরিবর্তন আসবে। সারা বাংলায় অবশ্যই এনআরসি কার্যকর হবে; সকল বাংলাদেশিদের হাতে দুই প্যাকেট খাবার ধরিয়ে শ্রদ্ধাপূর্বক বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড