• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদির এক বিপ্লবী নারীর গল্প

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৪
বিপ্লবী সৌদি নারী
সৌদির বিপ্লবী নারী মাশায়েল আল-জালৌদ। (ছবিসূত্র : সৌদি গেজেট)

সাদা পোশাকের ওপরে রঙিন জ্যাকেট, এর সঙ্গে সাদা প্যান্ট আর হাই হিলে সড়কে সুসজ্জিতা এক নারী। বিশ্বের অধিকাংশ দেশেই এমন পোশাকে কোনো নারীকে দেখতে পাওয়াটা ভীষণ স্বাভাবিক। যদিও মধ্যপ্রাচ্যের কট্টর রক্ষণশীল দেশ সৌদি আরবে এখনো তা একটি অবিশ্বাস্য বিষয়।

সম্প্রতি এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটিয়েছেন মাশায়েল আল-জালৌদ নামে এক সৌদি নারী। পশ্চিমাদের সঙ্গে তাল মিলিয়ে এসব পোশাক পরে রাজধানী রিয়াদের শপিংমলে ঘুরে বেরিয়েছেন তিনি।

গণমাধ্যম 'কুয়েত টাইমসে'র খবরে বলা হয়, মাত্র ৩৩ বছর বয়সী সেই নারী সৌদির একটি সংস্থার মানবসম্পদ বিভাগে কাজ করেন। পাশাপাশি নিজের মতো করে চালিয়ে যাচ্ছেন নারীদের মানবাধিকার রক্ষার লড়াই। গত সপ্তাহে প্রথমবারের মতো সড়কে বোরকা ছাড়া পশ্চিমা পোশাকে হেঁটে রিয়াদের শপিংমলে যাওয়া তার আন্দোলনেরই এক অংশ।

মুসলিম অধ্যুষিত রক্ষণশীল এই রাষ্ট্রটিতে প্রকাশ্যে সড়কে বের হতে হলে মেয়েদের কালো বোরকা পরিধান বাধ্যতামূলক। মূলত ইসলাম ধর্মে নারীদের পর্দার প্রতীক হিসেবেই বিষয়টিকে দেখা হয়। সম্প্রতি সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান দেশে নারীর ক্ষমতায়নের বিষয়টি ভাবা হচ্ছে বলে জানিয়েছিলেন।

গত বছর এক টেলিভিশন সাক্ষাৎকারে যুবরাজ বলেছিলেন, 'খুব শিগগিরই সৌদি মেয়েদের পোশাকের ওপর কড়াকড়ি কমিয়ে আনা হবে। কেননা ইসলাম ধর্মে বোরকা পরা কখনোই বাধ্যতামূলক ছিল না। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এর কোনো প্রভাব পড়েনি।'

এ দিকে নিজের ব্যতিক্রমী পোশাক নিয়ে সৌদি নারী মাশায়েল বলেন, 'আমি এখন থেকে বোরকা পরা ছেড়ে দিয়েছি। কেননা এই সংগ্রাম কেবল আমার জন্যই নয়, তা গোটা সৌদি নারীদের জন্য।'

তিনি বলেছেন, 'গত সপ্তাহে পশ্চিমা পোশাকে আমাকে একটি শপিংমলে দেখে অনেকেই বাঁকা চোখে তাকিয়েছিলেন। তারা হয়তো ভেবেছিলেন আমি কোনো তারকা। কেউ কেউ আবার আমাকে প্রশ্নও করেছেন যে, আমি কি বিখ্যাত কেউ? না কোনো মডেল?'

মাশায়েল বলেন, 'জবাবে আমি হাসতে হাসতে বলেছিলান, না, আমি শুধু আমার মতো বাঁচতে চাই।'

অপর দিকে বিপ্লবী নারী মাশায়েলের মতো বোরকা পরা ছেড়ে দিয়েছেন সৌদির ২৫ বছর বয়সী আরেক মানবাধিকার কর্মী মানাহেল আল-ওতাইবিও। তার মতে, 'গত চার মাস যাবত রিয়াদে অবস্থান করছি; যদিও তখন থেকে আমি আর বোরকা পরি না। কেননা আমি স্বাধীনভাবে বাঁচতে চাই।'

আরও পড়ুন :- কাশ্মীর ইস্যুতে মোদীর প্রশংসায় পঞ্চমুখ মুসলিম নেতা মাদানি

তিনি বলেছেন, 'এ জন্য যদিও অনেকবার আমাকে বিপদে পড়তে হয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই আমার বিরুদ্ধে সরব হয়েছেন। এমনকি সৌদি রাজপরিবার থেকেও আমাকে বিভিন্ন মন্তব্য শুনতে হয়েছে। তবে আমি বিখ্যাত হতে চাই।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড