• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোয়াইট হাউজে আড়িপাতার অভিযোগ অস্বীকার ইসরায়েলের

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৪
ইসরায়েল
(ছবি : সংগৃহীত)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের বিষয়ে আড়ি পেতে তথা গোপনভাবে নজরদারি করতে হোয়াইট হাউজের নিকটে এবং ওয়াশিংটনের বিভিন্ন স্থানে 'স্টিংরে সারভ্যালেন্স ডিভাইস' স্থাপন করেছে ইসরায়েল। ইসরায়েলের জাতীয় নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে সংবাদ মাধ্যম ‘পলিটিকো’। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। 'দ্য ন্যাশনাল'

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাশিয়া সফরের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযোগকে ‘একটি স্পষ্ট মিথ্যাচার' উল্ল্যেখ করে বলেন, মার্কিন-ইসরায়েলের মধ্যকার একটি দীর্ঘকালীন প্রতিশ্রুতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো গোয়েন্দা তৎপরতায় জড়িত না হতে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশটি একান্ত ব্যতিক্রম ছাড়া কঠোরভাবে প্রয়োগ করা হবে।’

এছাড়াও ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক গোয়েন্দা প্রধান আমোস ইয়াডলিন বলেন, ইহুদিবিদ্বেষ ছড়াতে এমন মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।

পলিটিকোর ওই প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য সংস্থাগুলোর তদন্তে ইসরায়েলের এই বেআইনি কর্মকাণ্ড স্পষ্ট হয়েছে এবং এই কর্মকাণ্ডের বিষয়ে জ্ঞাত ছিলেন প্রাক্তন তিন কর্মকর্তা।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে পলিটিকোকে বলেন, ‘এটা পুরোপুরি পরিষ্কার যে ইসরায়েলিরা এই কর্মকাণ্ডের জন্য দায়ী ছিল।’

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড