• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যালিফোর্নিয়ায় জাহাজে আগুন, ৩৪ জনের মৃত্যুশঙ্কা

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৪
জাহাজে আগুন
অগ্নিদগ্ধ জাহাজের আগুন নেভাচ্ছেন কর্মীরা। (ছবিসূত্র : এনপিআর)

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলবর্তী অঞ্চলে 'কনসেপশন' নামে একটি যাত্রীবাহী নৌযানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষের বরাতে মার্কিন গণমাধ্যম 'সিএনএন' জানায়, সোমবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে অঙ্গরাজ্যটির সান্তা ক্রুজ আইল্যান্ডের ৭৫ ফুট দীর্ঘ সেই নৌযানে আচমকা অগ্নিকাণ্ড ঘটে।

উদ্ধার কর্মীদের মতে, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে কোস্টগার্ড অন্তত ৩০ জনেরও বেশি লোককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। যদিও নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধারকাজ অব্যাহত আছে।

এ দিকে লস অ্যাঞ্জেলেসের স্থানীয় গণমাধ্যম 'দ্য কেটিটিভি' দাবি করেছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩৪ জনের প্রাণহানি হয়েছে। যদিও দেশটির অন্য গণমাধ্যমগুলো নিখোঁজদের মৃত্যুর শঙ্কার কথাই জানিয়েছে।

অপর দিকে ক্যালিফোর্নিয়ার ভেনচুরের মুখপাত্র বিল নাশ গণমাধ্যম 'সিএনএন'কে বলেছেন, 'কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলছে। জাহাজের নিচের ডেকে অনেক যাত্রীরই আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার শিকার জাহাজটি বেশ বড়। তাই সেখানে অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন :- বাহামায় হারিকেন 'ডোরিয়ানে'র আঘাত, নিহত ৫

যদিও উদ্ধার অভিযানে অংশ নেওয়া কোস্টগার্ড দাবি করে, আমাদের কর্মীরা বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করতে পেরেছে। এখনো বহু লোক নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সময় যাত্রীরা সম্ভবত উপরের ডেকে ঘুমাচ্ছিলেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। অগ্নিকাণ্ডে অনেকের মৃত্যুর শঙ্কা রয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড