• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিয়ানমারে ভারী বর্ষণ-ভূমিধসে নিহত ১৭

  আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ১১:৫৭
মিয়ানমার
ছবি : সংগৃহীত

দক্ষিণ মিয়ানমারে তীব্র বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৭ জন নিহত এবং কয়েক ডজন নিখোঁজ রয়েছে। ভয়াবহ বৃষ্টিপাতের ফলে শুক্রবার (১০ আগস্ট) ঘরবাড়ি এবং ভবনগুলো মাটিতে চাপা পড়ে, যার ফলে ১২ সহস্রাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘ অনুসারে, কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতে দক্ষিণাঞ্চল ডুবে গেছে, বন্যার ফলে কমপক্ষে ১২,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সোমবারের পাউং জনপদের কর্মকর্তা থিন লা ওয়ার অং রয়টার্সকে বলেন, থাফিউ কোনে গ্রামে ভূমিধসের ফলে পাঁচ জন পুরুষ এবং পাঁচজন নারী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত ।

মুডন রেসকিউ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ো মিন্ট শেইন বলেন, এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৭ হলেও তা বেড়ে যাওয়ার আশা করা হচ্ছে। তিনি রয়টার্সকে বলেন, 'আমি একটি বিকট শব্দ শুনেছি এবং মাটি কাঁপতে দেখেছি। পাথর ও মাটিতে আঘাত খাওয়ার পরে বেঁচে থাকা সম্ভব নয়।'

মানবিক সমন্বয় বিষয়ক জন্য মার্কিন অফিস এক বিবৃতিতে বলেছে যে অন্যান্য জনপদগুলোতে বাড়িঘর এবং একটি স্কুল ভেসে গেছে। আগামী দিনে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড