• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

'ম্যান ভার্সেস ওয়াইল্ড'

জঙ্গলে বেয়ার গ্রিলসের সঙ্গে মোদীর দুঃসাহসিক অভিযান!

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই ২০১৯, ১৫:৫৬
বেয়ার গ্রিলসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী
ভারতের বন্য পরিবেশে বেয়ার গ্রিলসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযান। (ছবিসূত্র : ইয়াহু নিউজ)

কখনো জঙ্গল পেরিয়ে ফিরছেন লোকালয়ে, কখনোবা তড়িৎ গতিতে নামছেন পাহাড় থেকে; আচমকা সমুদ্র তীরের আবর্জনা থেকে একটি ডিঙি বানিয়ে পাড়ি দিচ্ছেন মাঝ সাগরে। বছরের পর বছর যাবত ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শো 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' অনুষ্ঠানে এমনটাই করে আসছেন সঞ্চালক বেয়ার গ্রিলস।

দর্শকদের উপহার দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের জঙ্গলে ঘুরে ঘুরে অ্যাডভেঞ্চারের সব মুহূর্ত। বন্য প্রাণী সংরক্ষণ ইস্যুতে সচেতনতা প্রসারের উদ্দেশ্যে সম্প্রতি উত্তরখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে শুটিং করেছেন তিনি। এবার তার সেই সফরের সঙ্গী হয়েছিলেন ক্ষোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বেয়ার গ্রিলসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর এই অ্যাডভেঞ্চারের এপিসোডটি বিশ্বব্যাপী প্রচারিত হবে আগামী ১২ অগাস্ট রাত ৯টা থেকে। যা একযোগে দেখানো হবে ১৮০টি দেশে। যেখানে জনপ্রিয় এই টিভি সঞ্চালকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরতে দেখা যাবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এ নেতাকে।

সোমবার (২৯৮ জুলাই) 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর এই এপিসোডটির ব্যাপারে বেশ কিছু তথ্য নিজের টুইটার একাউন্ট থেকে প্রকাশ করেছেন বেয়ার গ্রিলস নিজেই। সঙ্গে পোস্ট করেছেন সেই এপিসোডের একটি টিজারও। ক্যাপশনে তিনি লিখেছেন, 'ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সময় কাটাতে পেরে সম্মানিত বোধ করছি।'

বেয়ার টুইট

বন্য পরিবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অভিযান নিয়ে বেয়ার গ্রিলসের টুইট। (ছবিসূত্র : টুইটার)

বিশ্বব্যাপী জনপ্রিয় সেই শো'টিতে অংশ নেওয়ার ব্যাপারে ফিরতি টুইটে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আমি বছরের পর বছর যাবত বন-জঙ্গল ও পাহাড়ে প্রকৃতির মধ্যে থেকেছি। আমার জীবনে এ সব কিছুর প্রভাব অপরিসীম। রাজনীতির বাইরে আমার ব্যক্তি জীবন নিয়ে বিশেষ শো'টি আয়োজনের কথা বলা হলে আমি এতে অংশগ্রহণের জন্য দারুণ রকমের আগ্রহী হয়ে পড়ি।'

টুইট বার্তায় মোদী আরও বলেন, 'বিশ্ববাসীর কাছে ভারতের পরিবেশের ঐতিহ্য ও তা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার এটি এক দারুণ সুযোগ।যা আমি কখনই হাত ছাড়া করতে চাইনি।'

মোদী টুইট

বন্য পরিবেশে বেয়ার গ্রিলসের সঙ্গে অভিযান নিয়ে প্রধানমন্ত্রী মোদীর টুইট। (ছবিসূত্র : টুইটার)

এ দিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' অনুষ্ঠানটির ৪৫ সেকেন্ডের টিজার ভিডিওতে প্রধানমন্ত্রী মোদীকে ব্রিটিশ অ্যাডভেঞ্চার প্রেমী বেয়ারের সঙ্গে হাতে হাত ধরে ঘুরতে দেখা গেছে। করবেট পার্কে গিয়ে র‌্যাফ্টিংও করেছেন তারা। সেই র‌্যাফ্টিংয়ের জন্য গ্রিলস যখন মোদীকে প্রস্তুত করছিলেন, তখন তিনি বলেন, 'আপনি হচ্ছেন ভারতের সব চাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই আপনার জীবন রক্ষা আমার কর্তব্য।'

আরও পড়ুন :- সাপকে কামড়ে প্রতিশোধ নিল তরুণ!

শারমা টুইট

ডিসকভারি চ্যানেলের শো'তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুটিং প্রসঙ্গে সমালোচনা করে কংগ্রেস মুখপাত্র শর্মা মহম্মদের পাঠানো টুইট। (ছবিসূত্র : টুইটার)

অপর দিকে জনপ্রিয় সেই শো'টির টিজার সামনে আসতেই আসরে নেমে পড়েছে বিরোধী দল কংগ্রেসও। গ্রিলসের করা টুইটকে হাতিয়ার করে দলটির মুখপাত্র শর্মা মহম্মদ অন্য এক টুইট বার্তায় লিখেছেন, 'কাশ্মীরের পুলওয়ামায় যখন ৪৪ জওয়ান শহিদ হয়েছিলেন; তখন প্রধানমন্ত্রী মোদী এই প্রোগ্রামটির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। জওয়ানদের উপর জঘন্যতম এই আক্রমণটির খবর পেয়েও সে দিন হাসিমুখে শুটিং চালিয়ে গিয়ে ছিলেন তিনি; যা অত্যন্ত নিন্দনীয়।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড