• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিনীদের পশ্চিম এশিয়া ছেড়ে যেতে হবে: ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

০১ মে ২০১৮, ১১:৫৮

যুক্তরাষ্ট্রের উসকানিতেই সৌদি আরবসহ কিছু আঞ্চলিক দেশসমূহ ইরানের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে লিপ্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সোমবার তেহরানে ১ মে 'আন্তর্জাতিক শ্রমিক দিবস' উপলক্ষে শ্রমিক এবং উদ্যোক্তাদের এক সমাবেশে সর্বোচ্চ এ নেতা বলেন, মার্কিনিরা সৌদি আরব এবং বিশেষ কয়েকটি আঞ্চলিক দেশকে নানাভাবে উসকানি দিচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি আরব সফরে গিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইরানকে মোকাবেলার আহ্বান জানানোর একদিন পর কড়া জবাব স্বরূপ এ মন্তব্য করেন খামেনি।

তিনি বলেন, এ অঞ্চলের কিছু দেশকে মনে রাখতে হবে যে, তারা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তাহলে তাদের ওপর পাল্টা আঘাত হানা হবে এবং তারা নিশ্চিতভাবে পরাজিত হবে।

খামেনি বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা, যুদ্ধ এবং সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়া এজেন্ডা নিয়েই এ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই কারণে এ অঞ্চলে মার্কিনিদের চলাচল অবশ্যই বন্ধ করে দিতে হবে এবং তাদের পশ্চিম এশিয়া ছেড়ে চলে যেতে হবে।

সূত্র: পার্সটুডে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড