• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

আদালতের এমন রায়ে ভারতে নিন্দার ঝড়

জামিন পেতে হিন্দু মেয়েকে কুরআন বিলির শর্ত আদালতের!

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০১৯, ১৪:১১
রিচা ভারতী
কলেজ ছাত্রী রিচা ফেসবুকে মুসলিম বিদ্বেষী পোস্ট করায় আটক হয়েছিলেন। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের বিরুদ্ধে পোস্ট করার দায়ে অভিযুক্ত এক হিন্দু মেয়েকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে কুরআন বিলির শর্তে জামিন মঞ্জুর করেছে ভারতের স্থানীয় একটি আদালত। দেশটির ঝাড়খন্ড প্রদেশের ১৯ বছর বয়সী রিচা ভারতী ফেসবুকে এক পোস্টে প্রশ্ন করেন যে, ‘কেন শুধু মুসলিমরাই প্রতিশোধ নেওয়া ও সন্ত্রাসী হওয়ার কথা ভাবছে।’

গত ১৩ জুলাই স্থানীয় কলেজের প্রথম বর্ষে পড়ুয়া ছাত্রী রিচা ভারতীকে দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৫ জুলাই), ঝাড়খন্ড হাইকোর্টের বিচারক মনিষ কুমার সিং রিচাকে জামিন দেওয়ার সময় একটি শর্ত জুড়ে দেয়। রিচাকে সরকারি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কুরআনের পাঁচটি কপি বিতরণ করার আদেশ দেয় বিচারক।

এমন রায়ের পরেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ঝাড়খন্ড রাজ্যের ক্ষমতাসীন দল। হিন্দুত্ববাদী এই সরকারের অধীনে এমন রায়ে অনেকেই বিস্মিত হয়েছেন। স্থানীয় এক সংবাদ মাধ্যম স্বরাজ্যের লেখক, কনসাল্টিং এডিটর আনন্দ রঙ্গনাথ আদালতের এই রায়কে অস্বাভাবিক বর্ণনা করে রায় প্রত্যাখান করা মেয়েটির পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান।

ছবি : সংগৃহীত

আনন্দ বলেন, 'অতিশয় বেদনাদায়ক। হিন্দু নারীকে জামিনের শর্ত হিসাবে কুরআন বিলি করার আদেশ দেয়া হয়েছে। সে প্রত্যাখ্যান করেছে। ভ্রাবো। কল্পনা করুন, যদি কোন মুসলমানকে জামিনের শর্ত হিসাবে গীতা বিতরণের আদেশ দেওয়া হয়- তাহলে আমাদের গণমাধ্যম এক সপ্তাহের জন্য এমন বিচার (সঞ্জী জুডিশিয়ারি) নিয়ে চেঁচামেচি শুরু করে দিত।'

শেফালি বৈদ্য নামের আরেক লেখক এমন রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। টুইটে তিনি বলেন, ভারতে মুসলিমরা শহীদদের কবরে লাত্থি মারলেও রাষ্ট্র চুপ থাকে। মুসলিমরা ধর্ষণ, হত্যা করলে, মন্দির ভাঙলে বিনা শর্তে জামিন দেয়া হয়। আর হিন্দু নারী রিচা ভারতীকে জামিনের শর্তে কুরআন বিলির শর্ত দিয়ে বিচার করা হয়েছে। #লজ্জা

এদিকে দেশটির রাজনৈতিক বক্তা শেহজাদ জয় হিন্দ রিচাকে বিনা শর্তে নতুবা সবার মতো সাধারণ শর্তে জামিন দেওয়ার জন্য আদালতের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, 'রিচা ভারতীকে একটি ধর্মের পবিত্র কুরআন বিলির শর্তে জামিনের আদেশ দেয়া হয়েছে! সবার মতো স্বাভাবিক বা বিনাশর্তে জামিন মঞ্জুর করা হোক। রহমানকে যদি গীতা পাঠ কিংবা বিলি করতে বলা হয়? কেন এসব কাজ করা?'

অভিযুক্ত রিচা ভারতী। ছবি : সংগৃহীত

দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক প্রদীপ ভাণ্ডারী, আদালতের আদেশের বিরোধিতা করার জন্য রিচার সিদ্ধান্তের পক্ষে তার সমর্থন জানিয়েছেন। এটি 'বিশ্বাসের লঙ্ঘন' বলে অভিহিত করেন। এটি সংবিধান বিরোধী। ভারতী সংবিধানের ধারা ২৫ এর বিরোধী।'

হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের এক হিন্দু মেয়েকে এমন শাস্তি দেওয়ার দেশজুড়ে স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় শুরু হয়। তাও আবার হিন্দুত্ববাদী বিজেপি সরকারের শাসনামলে, যখন দেশটির স্থানে স্থানে মুসলিম ধরে ধরে জোরপূর্বক 'জয় শ্রীরাম' বলতে বাধ্য করা হচ্ছে। এমনকি অনেক মুসলিমকে এ জন্য মেরেও ফেলা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠদের ওপর নির্যাতনের সময়ে আদালতের এমন রায়কে অনেকেই ভালো হিসাবে গ্রহণ করেছে।

ছবি : সংগৃহীত

ময়ুখ রঞ্জন ঘোষ নামের এক ব্যক্তি টুইটে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সম্প্রদায়ের প্রতি অগ্রহণযোগ্য উপাদান ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত জামিন মঞ্জুর করার জন্য একটি শর্ত জুড়ে দিয়েছে। সেই ধর্মের পবিত্র গ্রন্থের ৫টি কপি বিলি করতে হবে। গঙ্গাযমুনাতেহযিব অনুস্মরণ করা কী ভুল? আন্তঃসাম্প্রদায়িক মূল্যবোধের চর্চা করা কী ভুল?

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড