• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতীয় বিমানের জন্য উন্মুক্ত হলো পাকিস্তানের আকাশসীমা

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ২০:১১
পাকিস্তান
(ছবি : প্রতীকী)

পাকিস্তানের আকাশসীমায় ভারতের বেসামরিক বিমান চলাচলের জন্য আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বেসামরিক বিমান চলাচলের জন্য নিজেদের সব আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার ( ১৬ জুলাই) পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। 'ডন'

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হলে নিহত হয় ৪৪ জন ভারতীয় সেনা। এরপর ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর পাল্টা হামলার পর পাকিস্তানের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইমরান সরকার।

পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের এক মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআই'কে বলেন , মঙ্গলবার ( ১৬ জুলাই) রাত ১২টা ৪১ মিনিট থেকে সব ধরনের বেসামরিক বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশপথ উন্মুক্ত হবে।

ইসলামাবাদের এমন সিদ্ধান্তে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল এয়ার ইন্ডিয়া। আকাশসীমা বন্ধ থাকায় সংস্থাটির অনেক আন্তর্জাতিক ফ্লাইট ভিন্ন পথে যাতায়াত করছিল। এ কারণে তাদের প্রায় ৪৯১ কোটি টাকা ক্ষতি হয়।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড