• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলতি বছরে ৪৪৬ শিশুসহ ২৭৫৯ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ১৮:১৯
ফিলিস্তিন
ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর থেকে এক ফিলিস্তিনিকে আটক করছে ; ( ছবি : সংগৃহীত)

চলতি বছরের প্রথম ছয় মাসে ২৭৫৯ জন ফিলিস্তিন নাগরিককে আটক করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে ৪৪৬ জন শিশু এবং ৭৬ জন নারী। সোমবার ( ১৫ জুলাই) 'ফিলিস্তিন রাইটস গ্রুপ' এর এক ঘোষণায় এমন তথ্য প্রকাশ করা হয়। 'মিডল ইস্ট মনিটর'

কারাগার বিষয়ক কমিশন এবং ফিলিস্তিনি কারাগার সোসাইটি ও অ্যাডামিরের এক যৌথ বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ৩০ জুন নাগাদ ৫৫০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করে জেলে বন্দি করে রেখেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। জেলবন্দিদের মধ্যে ৭৬ জন নারী এবং ২২০ জন অপ্রাপ্ত বয়স্ক।

ওই বিবৃতিতে ফিলিস্তিনি কারাগার সোসাইটি আরও জানায়, প্রায় ৫০০ জনকে বিনা বিচারে প্রশাসনিকভাবে আটকে রাখা হয়েছে। এই অবৈধ আটকের বিরুদ্ধে কারাগারে বন্দি সাতজন ফিলিস্তিনি গত এক সপ্তাহ ধরে আমরণ অনশন পালন করছে।

ইসরায়েল প্রিজন সার্ভিস ( আইপিএস) কারাগারে আটক অনশনরতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আটককৃতদের সাথে তাদের কোনো পরিবারের সদস্যকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি আটককৃতদের তাদের আইনজীবীদের সাথেও দেখা করতে দেওয়া হচ্ছে না।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড