• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্যাটু উঠিয়ে মুসলিম ধর্ম অনুসরণ করছেন জেল বন্দিরা

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই ২০১৯, ২০:৪৭

মুসলিমদের জীবনযাপন, ধর্মীয় রীতিনীতি ও আচার আচরণে মুগ্ধ হয়ে শরীরের ট্যাটু মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ইন্দোনেশিয়ার জেল বন্দিরা। এমনি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের পথ অনুসরণ করতেও রাজি হয়েছেন ওই বন্দিরা। ইসলামে যেহেতু ট‍্যাটু নিষিদ্ধ তাই তাদের শরীরে পূর্বের সমস্ত ট‍্যাটু মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন বন্দিরা। তাদের এই ট্যাটু বিনা মূল্যে মুছে ফেলতে সাহায্য করছেন অলাভজনক ধর্মীয় সংগঠন 'গো হিরাজ'। গো হিরাজের তথ্য মতে, মূলত ইসলাম ধর্মের অনুশাসন মানতেই শরীর থেকে ট্যাটু উঠিয়ে ফেলছেন তারা। ইসলাম ধর্মে শরীরে ট্যাটু আঁকা 'হারাম' করা হয়েছে। লেজার ট্যাটু করাতে মোটামুটি ভালো অঙ্কের টাকা প্রয়োজন হয়। আবার সেই ট্যাটু মুছতেও প্রয়োজন ভালো অঙ্কর টাকা। কিন্তু গো হিরাজ নামের ধর্মীয় সংগঠনটি ট্যাটু তুলতে কোনো অর্থ নিচ্ছে না।

আমির নামের এক যুবক বন্দিদের মধ্যে প্রথম ট্যাটু তোলার সিদ্ধান্ত নেন। জাহাজ ছিনতাই মামলায় ছয় বছর কারাদণ্ড হয়েছে তার।

এ বিষয়ে আমির বলে, আলহামদুলিল্লাহ, আমি গো হিরাজের কাছে কৃতজ্ঞ। তাদের কারণে ইসলামের পথে ফিরতে পারছি। এই বছরের শেষ দিকে আমার সাজার মেয়াদ শেষ হবে। তার আগেই শরীরের বাকি ট্যাটুগুলো উঠিয়ে ফেলব।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড