• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ই-মেইল ফাঁসের জেরে পদত্যাগ করলেন ব্রিটিশ রাষ্ট্রদূত

  আন্তর্জাতিক ডেস্ক

১১ জুলাই ২০১৯, ১২:৫২
ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও স্যার কিম ; (ছবি : এএফপি)

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে 'অক্ষম' ও নিষ্ক্রিয়' উল্লেখ করে ই-মেইল করেছিলেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। ২০১৭ সালের ওই ই-মেইলে বলা হয়, হোয়াইট হাউসে "অন্তর্ঘাত ও বিশৃঙ্খলার" গুজব বেশিরভাগই সত্য। সেই ই-মেইল ফাঁস হওয়ার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার কিম দাররোশ। 'বিবিসি নিউজ'

ট্রাম্প প্রশাসনকে নিয়ে এমন ই-মেইল ফাঁসের পর স্যার কিমের সাথে কাজ করা অসম্ভব বলে তাকে অব্যাহতি দেওয়ার কথা বলেন ট্রাম্প। এরপরেও ব্রিটেন প্রধানমন্ত্রী স্যার কিমের ওপর আস্থা রাখলে টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। ওই টুইটে তিনি বলেন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত একজন মূর্খ, বেকুব এবং পুরোপুরি বোকা।

এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। অন্যদিকে স্যার কিমকে সমর্থন দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রীপ্রার্থী বরিস জনসন।

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক চিঠিতে কিম বলেন, আমার অবস্থান নিয়ে বিতর্ক শেষ করতে চেয়েছি। আমার আর এই কাজ করা সম্ভব না। আমি যেভাবে দায়িত্ব পালন করতে পছন্দ করি বর্তমান পরিস্থিতিতে সেটি করা সম্ভব নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড