• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে লাইভ শোতে সাংবাদিক পেটালেন নেতা

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুন ২০১৯, ১৪:২০
লাইভ টিভি শোতে সাংবাদিককে শারীরিকভাবে আক্রমণ
লাইভ টিভি শোতে সাংবাদিকের ওপর শারীরিকভাবে আক্রমণ চালাচ্ছেন রাজনৈতিক নেতা। (ছবিসূত্র : ভাইরাল নিউজ)

সাংবাদিক আর রাজনৈতিকদের সম্পর্ক বেশ অম্লমধুর। যদিও পেশাগত দায়িত্বের কারণে কখনো কখনো সেটা ভীষণ তিক্ততার দিকে হাঁটতে শুরু করে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল পাকিস্তানে। দেশটির এক লাইভ টিভি শোতে সাংবাদিকের ওপর শারীরিকভাবে আক্রমণ চালিয়েছিলেন একজন রাজনৈতিক নেতা।

গত সোমবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির এক সংবাদের চ্যানেলে টকশো চলছিল। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা মাসুর আলি সিয়াল এবং বিশিষ্ট সাংবাদিক ও করাচি প্রেস ক্লাবের সেক্রেটারি ইমতিয়াজ খান ফারহান।

অনুষ্ঠানের এক পর্যায় কোনো বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই হঠাৎ সাংবাদিক ইমতিয়াজকে মারতে শুরু করেন পিটিআই নেতা মাসুর। এ সময় ইমতিয়াজকে ধাক্কা দিয়ে স্টুডিওর মাটিতে ফেলে এলোপাথাড়ি কিল, চড় লাথি মারতে থাকেন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের এই নেতা।

এ দিকে সাংবাদিক ইমতিয়াজ ও নেতা মাসুরের এই হাতাহাতির সময় প্যানেলে উপস্থিত অন্য সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন। যদিও এর কিছুক্ষণ পর তারা আবারও আলোচনা টেবিলে বসলে অনুষ্ঠান ফের শুরু হয়।

পরবর্তীতে সেই ভিডিও মুহূর্তের মধ্যেই গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। মূলত এর পরই সোশ্যাল মিডিয়াতে ইমরান খান ও তার দল নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়। যেখানে বিরোধীদের পাশাপাশি নিন্দা জানিয়েছেন খোদ সরকার দলের একাধিক সদস্য।

আরও পড়ুন :- ভারতে দেড় শতাধিক আইএস সমর্থক গ্রেফতার

অপর দিকে পাক নেটিজেনদের একাংশ ইতোমধ্যে পিটিআই নেতার শাস্তির দাবিতে সরব হয়ে উঠেছে। এমনকি নিজ দলের নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সোশ্যাল মিডিয়ায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিও অনুরোধ জানিয়েছেন অনেকে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড