• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধ, ১ সেনা ও ২ জঙ্গি নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন ২০১৯, ১৭:৪৩
কাশ্মীর
কাশ্মীরে বন্দুকযুদ্ধ ; (ছবি ; সংগৃহীত)

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে একজন সামরিক সদস্য এবং দুইজন জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) শ্রীনগর শহর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত অনন্তনাগ জেলার মারহামা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 'সিন-হুয়া'

অনন্তনাগ জেলার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, আজ সকালে মারহামা গ্রামে সরকারি বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি সদস্য এবং একজন সামরিক সদস্য নিহত হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য মতে, নিহত দুই জঙ্গি সদস্য স্থানীয় জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদস্য এবং তাদের শরীরে ওই জঙ্গি বাহিনীর পোশাক ছিল।

এই বছর কাশ্মীরের স্থানীয় পার্লামেন্টে আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন সিআরপিএফ নিরাপত্তা কর্মী নিহত হয়। এই বোমা হামলার জন্য দায়ী ছিল জইশ-ই-মোহাম্মদের পোশাক জড়ানো এক জঙ্গি। এর ফলে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বাঁধে।

এছাড়াও সোমবার (১৭ জুন) অনন্তনাগ জেলায় এক বন্দুক যুদ্ধে একজন সামরিক সদস্য নিহত হয় এবং দুইজন আহত হয়। বিগত কয়েক সপ্তাহে বেশ কয়েক দফায় সরকারি বাহিনীর সাথে জঙ্গি বাহিনীর বন্দুকযুদ্ধ সংগঠিত হয়।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড