• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের একতরফা নীতির বিরুদ্ধে একজোট ইরান ও চীন

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন ২০১৯, ১৮:১৮
ইরান-চীন
হাসান রুহানি ও শি জিনপিং; (ছবি : সংগৃহীত)

বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা নীতির কঠোর সমালোচনা করেছে গণচীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। কিরগিজিস্তানের বিশকেকে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে এই সমালোচনা করে বিবৃতি দিয়েছেন এই দুই বিশ্ব নেতা। 'আনাদোলু এজেন্সি'

বিশকেকে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, পুরো এশিয়া নিয়ন্ত্রণ করতেই ইরান এবং চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এছাড়াও চীন প্রস্তাবিত 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' অর্থাৎ 'সিল্ক রোড' নির্মাণে সমর্থন জানিয়ে হাসান রুহানি আরও বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে এই 'সিল্ক রোড'- এর গুরুত্ব অপরিসীম এবং এ ক্ষেত্রে অবদান রাখবে ইরান।

অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন ইরানের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে এবং এই সম্পর্ক উন্নয়নে কাজ করবে বেইজিং। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে সম্পাদিত পরমাণু চুক্তি ভঙ্গের কারণে কিছুটা দুশ্চিন্তাও রয়েছে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড