• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিম্বাবুয়েতে খনি বিস্ফোরণে ৮ শ্রমিক নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০১৯, ১৭:৫৯
জিম্বাবুয়ে
জিম্বাবুয়ের বিস্ফোরিত খনি; (ছবি : সংগৃহীত)

জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ৪০ কিলোমিটার দূরে মাজোয় অঞ্চলে একটি খনি বিস্ফোরণে আটজন নিহত হয়েছে। সোমবার (২৭ মে) এই হতাহতের ঘটনা ঘটে বলে তথ্য নিশ্চিত করেছে জিম্বাবুয়ের সরকারি তথ্য অধিদপ্তর। 'সিনহুয়া'

জিম্বাবুয়ের তথ্য, প্রকাশনা ও সম্প্রচার সেবা অধিদপ্তরে টুইটার পেইজে বলা হয়, এই দুর্ঘটনার সাথে অবৈধ খনি শ্রমিকরা জড়িত ছিল। মিজোয়ের জাম্বো খনিতে সংগঠিত এই হতাহতের ঘটনা সরকারের জন্য সত্যিই মর্মান্তিক। আমাদের হাতে আসা তথ্য মতে, কিছু অবৈধ শ্রমিক অনধিকারে থাকা একটি খনির একাংশ খননের জন্য ডিনামাইট বিস্ফোরণ ঘটায় এবং এতে খনির পাশের অংশটিও ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।

সরকারি ওই অধিদপ্তর থেকে আরও বলা হয়েছে, ওই খনি থেকে এখন পর্যন্ত আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতেও জিম্বাবুয়ের একটি খনিতে আটকা পড়ে কিছু শ্রমিক এবং ভারী বৃষ্টির ফলে পানি জমে ২৮ জনের প্রাণহানি হয়।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড