• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভবন থেকে প্রাণ বাঁচাতে নিচে লাফ দিচ্ছে বাচ্চারা

মোদীর রাজ্যে অগ্নিকাণ্ড, ১৯ শিক্ষার্থী নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে ২০১৯, ১৯:২৫
গুজরাটের সুরাটে আগুন
ছবি : সংগৃহীত

নির্বাচনি আমেজ কাটতে না কাটতেই দেশটির নব-নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের সুরাটস্থ একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। প্রত্যক্ষদর্শীদের রেকর্ড করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাতে প্রাণ বাঁচাতে অনেক শিক্ষার্থীকে ৩ তলা ও ৪ তলা থেকে লাফ দিতে দেখা যায়।

দুর্ঘটনার শিকার হওয়া অধিকাংশ শিক্ষার্থীদের বয়স ১৪-১৭ বছর হবে। কর্তৃপক্ষ জানায়, আনুমানিক বেলা ৪ টার সময় তক্ষশীলা কমপ্লেক্স নামক বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবনের শীর্ষ দুই তলায় অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের কারন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

দেশটির নব-নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরাটের এই দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেন। কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা এবং আহতদের চিকিৎসা গ্রহণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভিজয় রুপান্তি টুইটে নিহতদের আত্মার জন্য প্রার্থণা জানান। প্রাদেশিক সরকার দুর্ঘটনার জন্য তদন্ত চালু করার নির্দেশ দিয়েছেন এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে দেয়ার প্রতিশ্রুতিও প্রদান করেছেন। 'এনডিটিভি'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড