• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

লোকসভা নির্বাচনের শেষ ভোটগ্রহণ আজ

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে ২০১৯, ০৬:৫৯
লোকসভা নির্বাচন
লোকসভা নির্বাচন (ছবি : সংগৃহীত)

১১ এপ্রিল থেকে শুরু হওয়া ভারতের লোকসভা নির্বাচনের ৭ দফার ভোট অনুষ্ঠিত হবে আজ। এ পর্যন্ত এই নির্বাচনে ৬ দফা ভোট অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) অনুষ্ঠিত ৭ম দফা ভোটের পরই ২৩ মে প্রকাশিত হবে ফলাফল।

আজ সাতটি প্রদেশ ও একটি ইউনিয়ন ভূখণ্ডের ৫৯টি আসনে এই ভোটগ্রহণ হবে। শেষ ধাপের ভোটগ্রহণে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৯১৮ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর ভাগ্য নির্ধারণে ১০ কোটির বেশি ভোটার ভোট দেবেন।

এই আসনে সমাজবাদী দল থেকে শালিনি যাদব, কংগ্রেস থেকে অজয় রায় এবং নিরপেক্ষ প্রার্থী আতিক আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিহারের আটটি, হিমাচলের চারটি, ঝাড়খণ্ডের তিনটি, মধ্যপ্রদেশের আটটি, পাঞ্জাব ও উত্তর প্রদেশের প্রতিটিতে ১৩টি, পশ্চিমবঙ্গের ৯টি ও চণ্ডীগড়ের একটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই শেষ ধাপের ভোটগ্রহণে সবার দৃষ্টি বারানসির দিকে। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৯ মে সপ্তম দফার মধ্যে দিয়েই শেষ হচ্ছে গত ৩৯ দিন ধরে চলা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের সর্বশ্রেষ্ঠ উৎসবের। এ নির্বাচনে শেষ হাসিটা কে আসবে-তা জানা যাবে ২৩ মে।

যদিও শেষ দফার নির্বাচন শেষ হওয়ার পরই বিভিন্ন জরিপ থেকে পরবর্তী সরকারকে গড়তে চলেছে-তার হয়তো একটা আগাম আভাস পাওয়া যেতে পারে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড