• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার বাউন্ডুলে প্রধানমন্ত্রী 'বব হোক'

  শিক্ষা ডেস্ক

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে ২০১৯, ১৯:৪২
বব হোক
মারা গিয়েছেন বব হোক; (ছবি ; সংগৃহীত)

অস্ট্রেলিয়ার আধুনিকায়ন ও অর্থনৈতিক উন্নয়নের পথিকৃৎ দেশটির সাবেক প্রধানমন্ত্রী বব হোক বৃহস্পতিবার (১৬ মে) মৃত্যুবরণ করেছেন। অস্ট্রেলিয়ার রাজনীতিতে গত শতকের আশির দশকে আধিপত্য বিস্তার করা লেবার পার্টির সাবেক এই নেতা ৮৯ বছর বয়সে নিজ বাসগৃহে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ‘বিবিসি’

সম্মোহনী নেতৃত্ব সম্পন্ন বব হোক ১৯৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ছিলেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী ববের শাসনামলেই উন্নয়নের ছোঁয়া পেয়েছিল অস্ট্রেলিয়া। তিনি তার শাসনামলে বলেছিলেন, আমি এমন একটি অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখি যেখানে কোনো দ্বিতীয় শ্রেণির অস্ট্রেলিয়ান থাকবে না।

তার স্ত্রী ব্লোনচ ডি’আলপিজে এক বিবৃতিতে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার সর্বাধিক জনপ্রিয় নেতা বব হোক নিজ গৃহে মারা গেছেন।’

বব হোক ১৯৪৭ সালের মাত্যর ১৮ বছর বয়েসে রাজনীতির সাথে যুক্ত হন এবং লেবার পার্টিতে যোগ দেন। ১৯৫৩ সালে রোডস স্কলারশিপ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। বাউন্ডুলে স্বভাবের বব অক্সফোর্ডে পড়া অবস্থা বিয়ার পানীয় পানের প্রতিযোগীতায় এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছিলেন।

বিয়ার পান করছেন বব হোক; (ছবি সংগৃহীত)

এর পর দেশে ফিরে ট্রেড ইউনিয়ন আন্দোলনে জড়িয়ে পড়েন এবং ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ান ট্রেড ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮০ সালে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯৮৩ সালে লেবার পার্টির নেতা এবং লেবার পার্টি থেকে সাধারণ নির্বাচনের মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

চীনের তিয়েন-আনমেন স্কয়ারে শিক্ষার্থী হত্যার স্মৃতি স্মরণে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ভিতরে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। অস্ট্রেলিয়ার সামাজিক রীতি-নীতি ও সার্বজনীন চিকিৎসা সেবা প্রদানে অনবদ্য অবদান রেখেছেন এই নেতা। এছাড়াও অস্ট্রেলিয়া থেকে বর্ণবাদ ও ধর্মান্ধতা দূরীকরণে অবদান রেখেছেন তিনি।

তার মৃত্যুতে সাবেক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড টুইট করে শোক বার্তায় বলেছেন, বব হোক অস্ট্রেলিয়ার রাজনীতিতে একজন ‘জায়ান্ট’। আধুনিক অস্ট্রেলিয়া এবং এর অর্থনৈতিক ও চিকিৎসেবা উন্নয়নের পথিকৃৎ তিনি। এপেকের (এপিইসি) প্রতিষ্ঠাতা বব হোক এশিয়ার সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক উন্নয়নেও ব্যাপক অবদান রেখেছেন।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড