• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে ২০১৯, ০৯:৩০
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সাইবার নিরাপত্তায় মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি: নিউজআরএনডি ডট কম)

সাইবার নিরাপত্তায় দেশকে ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। মার্কিন কোম্পানি যারা বিদেশী টেলিকম ব্যবহার করেন তাদের জন্য এই আদেশ কার্যকর হবে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এই আদেশের লক্ষ্য হল 'বিদেশী প্রতিপক্ষ' থেকে আমেরিকাকে রক্ষা করা।

যদিও মি. ট্রাম্প নির্দিষ্টভাবে কোনো কোম্পানির নাম উল্লেখ করেননি তবু বিশেষজ্ঞরা ভাবছেন এটি প্রধানত চীনের টেলিকমিউনিকেশন কোম্পানি হুয়াওয়েকে লক্ষ্য করে করা হয়েছে।

এ ঘোষণায় চীনের তৈরি কোম্পানি পণ্য নজরদারির জন্য ব্যবহার করা হতে পারে বলে বেশ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে।

আর চীনের টেলিকম খাতের যন্ত্র তৈরির সবচেয়ে বড় কোম্পানিটি এটি অস্বীকার করে জানিয়েছে তাদের কাজ কোনো ঝুঁকি তৈরি করছে না।

তথ্যসূত্র: বিবিসি

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড