• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইস্টার সানডে হামলা

নারীসহ ৬ সন্দেহভাজনের ছবি প্রকাশ করল শ্রীলঙ্কা

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল ২০১৯, ১১:২৭
ইস্টার সানডে হামলা
ছবি : শ্রীলঙ্কান মিরর

ইস্টার সানডে হামলায় ছয় সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে শ্রীলঙ্কা, যার মধ্যে তিনজন নারী রয়েছে। দক্ষিণ এশিয়ার ইতিহাসে মারাত্মক বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে, যে হামলায় প্রায় ২৫৩ জনকে হত্যা করেছিল তারা। অনুসন্ধানে তীব্রতর হলে ১৬ জন থেকে পুলিশি হেফাজতে থাকার সংখ্যাটা ৭৬ এ দাঁড়ায়।

এই নয়জন আত্মঘাতী হামলাকারী স্থানীয় জাতীয় তৌহিদ জামাত (এনটিজে) সন্ত্রাসী দলের সদস্য বলে বিশ্বাস করে স্থানীয় নিরাপত্তা বাহিনী, তারা ইস্টার সানডের দিনে তিনটি গীর্জা এবং তিনটি বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলা চালায়। পুলিশ এই রবিবার (২১ এপ্রিল) হামলায় জড়িত সন্দেহভাজনদের নাম ও ছবি প্রকাশ জনগণের কাছ থেকে তথ্য চেয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) প্রকাশ করে।

গ্রেফতারকৃতদের অনেকেই এনটিজের সাথে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে যে গোষ্ঠীকে বোমা হামলার জন্য দায়ী করা হচ্ছে। তবে, আইএসআইএস হামলার দায় স্বীকার করেছে এবং আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের তাদের সদস্য বলে শনাক্ত করেছে। পুলিশের অনুসন্ধান অপারেশন চালনায় সাহায্য করার জন্য কর্তৃপক্ষ হাজার হাজার সৈন্য নিযুক্ত করেছে। দেশজুড়ে ৫ সহস্রাধিকেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার সুমিথ আতাপাত্তু বলেন, 'গত ২৪ ঘণ্টার মধ্যে কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। আমরা ৬ হাজার ৩০০ এরও বেশি সেনা মোতায়েন করেছি, যার মধ্যে বিমান বাহিনী থেকে ১০০০ এবং নৌবাহিনীর ৬০০ জন রয়েছে।'

কলম্বো থেকে ৪০ কিলোমিটার উত্তরে পুগোদায় ম্যাজিস্ট্রেটের আদালতের পিছনে একটি ছোটখাটো বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, বিস্ফোরণটি একটি আবর্জনা ডাম্পে ঘটে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারণ অনুসন্ধানে একটি তদন্ত চালু করা হয়েছে। সন্দেহভাজনদের সম্পত্তি অনুসন্ধান, গ্রেপ্তার ও আটক রাখা এবং এই ধরনের অপারেশনগুলোর জন্য সড়ক অবরোধের ব্যবস্থা করা হয়েছে নতুন জরুরি আইনের আওতায়।

বুধবার (২৪ এপ্রিল) দেশটির সংসদে কোন ভোট ছাড়াই এই নিয়ম গৃহীত হয়। রাত ১০টার দিকে কারফিউ শুরু হবে। স্থানীয় ক্যাথলিক গির্জার প্রধান ম্যালকম কার্ডিনাল রঞ্জিত বলেছেন, পরিস্থিতি পরিবর্তিত না হওয়া পর্যন্ত সকল গীর্জা জনসাধারণের জন্য বন্ধ রাখা হচ্ছে। বুধবার শ্রীলঙ্কান সরকার স্বীকার করেছে যে, গোয়েন্দা সংস্থার অক্ষমতাই 'প্রধান' কারণ, যার ফলে এমন সমন্বিত হামলার ঘটনা ঘটেছে। 'এনডিটিভি'

ওডি/এসএমএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড