• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কাকে তিন দফায় সতর্কবার্তা পাঠিয়েছিল ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল ২০১৯, ২২:২১
শ্রীলঙ্কা হামলা
শ্রীলঙ্কা হামলার ব্যাপারে তিন দফায় সতর্কবার্তা পাঠিয়েছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইউনিট। (ছবি : এনডিটিভি)

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ব্যাপারে তিন দফায় সতর্কবার্তা পাঠিয়েছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইউনিট। আত্মঘাতী বোমা হামলার ২ ঘণ্টা আগেও ইন্ডিয়ান ইন্টেলিজেন্স অফিসাররা শ্রীলঙ্কার ইন্টেলিজেন্স ইউনিটকে সতর্ক করে বার্তা পাঠিয়েছিল- গির্জা ও হোটেলে বোমা হামলা হতে পারে। এমন তথ্য দিয়েছে ইন্ডিয়া সরকার ও শ্রীলঙ্কার ডিফেন্স সোর্স। ‘এনডিটিভি’

ইন্ডিয়ান গভার্নমেন্ট সোর্স বলেন, শ্রীলঙ্কাকে ঠিক একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয়েছিল ৪ এপ্রিল ও ২০ এপ্রিল কিন্তু শ্রীলঙ্কা সরকার তা আমলে নেয়নি।

শ্রীলঙ্কার ডিফেন্স সোর্স জানায়, প্রথম হামলা হওয়ার কয়েক ঘণ্টা আগেও ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। এছাড়া শনিবার (২০ এপ্রিল) রাতেও ইন্ডিয়া থেকে একটি সতর্কবার্তা পাঠানো হয়।

এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এই প্রথম কোনো বড় হামলার ঘটনা ঘটল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই আত্মঘাতী বোমা হামলায় ৩২১ জন নিহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। যদিও হামলার কোনো প্রমাণ প্রকাশ করেনি এই কট্টরবাদী জঙ্গি সংগঠনটি।

ওড/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড