• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেক্সাসে বিমান বিধ্বস্তে পাইলটসহ নিহত ৬

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল ২০১৯, ১০:০২
বিমান বিধ্বস্ত
টেক্সাসে দুর্ঘটনার শিকার উড়োজাহাজ। (ছবিসূত্র : সান অ্যান্টনিও এক্সপ্রেস নিউজ)

মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্তে শেষ খবর পাওয়া পর্যন্ত পাইলটসহ প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। সোমবার (২২ এপ্রিল) উড়োজাহাজটি টেক্সাস বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। -খবর ‘রয়টার্সে’র।

এ দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের মতে, এ দিন স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে দুই ইঞ্জিনবিশিষ্ট এই উড়োজাহাজটি সান অ্যান্টনিও শহর থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী কেরভিল বিমানবন্দরে অবতরণকালে আচমকা বিধ্বস্ত হয়।

অপরদিকে টেক্সাসের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র অরল্যান্ডো মরেনো বলেছেন, ‘আজ (সোমবার) সকালে এই দুর্ঘটনাটি ঘটে। ভয়াবহ এ ঘটনায় এক পাইলটসহ বিমানে থাকা আরও পাঁচ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ব্যক্তিগত এই উড়োজাহাজটিতে সেই ছয় আরোহী ছিলেন।’

জননিরাপত্তা বিভাগের এই মুখপাত্র আরও বলেছিলেন, ‘আমরা ইতোমধ্যে দুর্ঘটনায় নিহত সকলের পরিচয় শনাক্ত করতে পেরেছি। তারা হলেন- বিমানের পাইলট জেফারি কার্ল ওয়েইস (৬৫), স্টুয়ার্ট রবেন কেনেন্সার (৫৫), এঞ্জেলা ওয়েব কেনসিংগার (৫৪), মার্ক ড্যামিয়ান স্কিওনিউক্স (৫৮), স্কট রেগান মিলার (৫৫) এবং মার্ক টেললেসেন (৪৫)। তারা সকলেই টেক্সাসের বাসিন্দা।’

আরও পড়ুন :- শ্রীলঙ্কায় বোমা হামলা : আইএসের উল্লাস

অরল্যান্ডো মরেনো এও বলেছেন, ‘দি বিচক্রাফট বিই-৫৮ মডেলের এই উড়োজাহাজটি সান অ্যান্টনিওর হসটন বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। পরে এটি অবতরণের প্রস্তুতি নিতে গেলে কেরভিল মিউনিসিপাল বিমানবন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরবর্তী এক এলাকায় আচমকা বিধ্বস্ত হয়।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড