• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুসলিমদের ধ্বংস করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান

  আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, ১৪:৪২
বিজেপি নেতা
বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব। (ছবিসূত্র : দ্য হিন্দুস্তান টাইমস)

চলমান লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতে অবস্থানরত মুসলিমদের নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব। তিনি বলেন, ‘যদি মুসলিম জাতিকে পুরোপুরি ধ্বংস করতে চান, তাহলে মোদীকে ভোট দিন।’

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে বিজেপি আয়োজিত এক জনসভায় তিনি এসব মুসলিম বিদ্বেষী মন্তব্য করেন। খবর 'দ্য হিন্দুস্তান টাইমসে'র।

জনসভায় বিজেপির এই নেতা বলেন, ‘গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিমদের মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। আপনি যদি মুসলিম জাতিকে পুরোপুরি ধ্বংস করতে চান, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী মোদীকে ভোট দিন।’

তিনি আরও বলেছিলেন, ‘দেশভাগ সত্ত্বেও এদেশে মুসলিমদের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে খুব শিগগিরই তারা সংখ্যায় হিন্দুদের চেয়ে অনেক বেশি হবে। দেশে কারা সরকার গঠন করবে; তখন এটা ঠিক করার ক্ষমতা পুরোপুরি তাদের হাতে চলে যাবে।’

মুসলিমদের বিরুদ্ধে তিনি এও বলেছেন, ‘এবারের লোকসভা নির্বাচনের পর চীন থেকে দাড়ি কামানোর মেশিন আনা হবে। আর সেই মেশিন দিয়ে মুসলিমদের দাড়ি কেটে ফেলা হবে। পরে তাদেরকে অবশ্যই হিন্দু ধর্মে দীক্ষিত করা হবে।’

আরও পড়ুন :- ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ১৩

এর আগে বিজেপির সভাপতি অমিত শাহ্ অন্য এক নির্বাচনি জনসভায় বলেছিলেন, ‘বিজেপি ফের ক্ষমতায় আসলে মুসলিম অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে।’

দেশটিতে চলমান লোকসভা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় দফার ভোট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দেশটিতে আরও পাঁচ দফায় ভোট অনুষ্ঠিত হবে। যার মধ্যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে এবং ১৯ মে। এরপর পরবর্তী ২৩ মে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড