• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রাইস্টচার্চ : ফেসবুক, ইউটিউবের নামে ফ্রেঞ্চ মুসলিম সম্প্রদায়ের মামলা

  অধিকার ডেস্ক    ২৬ মার্চ ২০১৯, ২০:০২

ক্রাইস্টচার্চ হামলা
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলার ফুটেজ নিজেদের প্ল্যাটফর্মে প্রকাশের সুযোগ দিয়ে সহিংসতায় উস্কানি দিয়েছে ফেসবুক ও ইউটিউব, এমন অভিযোগ এনে ফ্রান্সে মুসলিমদের প্রতিনিধিত্বকারী সংগঠন দ্য ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম) এর পক্ষ থেকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমদ্বয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্যারিসের প্রসিকিউটরদের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দিয়েছে তারা। তবে, অভিযোগের মুখে পড়া এ দুই কোম্পানির কারও পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২৮ বছর বয়সী অস্ট্রেলীয় ব্রেন্টন ট্যারান্ট নামের সন্দেহভাজন হামলাকারী ১৫ মার্চ (শুক্রবার) ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালায়। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউয়ের আল নূর মসজিদসহ লিনউডের আরেকটি মসজিদে সন্ত্রাসীদের তাণ্ডবের বলি হয় অর্ধশত মানুষ। হামলার দৃশ্যটি ১৭ মিনিট ধরে ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছিল বন্দুকধারী। পরে সে ভিডিওর কপি অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই নৃশংস ঘটনায় শুরু থেকেই তোপের মুখে রয়েছে ফেসবুক ও টুইটার। তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই ধারাবাহিকতায় এবার ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে মামলা করছে ফ্রান্সের মুসলিম সংগঠন দ্য ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম)। তাদের অভিযোগ, সন্ত্রাসবাদে উৎসাহ দেয় এবং মানবজাতির মর্যাদা ক্ষুণ্ণ করে, এমন উপকরণ প্রচার করেছে কোম্পানিগুলো। সিএফসিএম-এর ইসলামোফোবিয়া মনিটরিং ইউনিটের প্রেসিডেন্ট আব্দাল্লাহ জেকরি জানিয়েছেন, ফ্রান্সে তার সংগঠনের পক্ষ থেকে ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইনি অভিযোগ দায়ের করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাউস কমিটির প্রধান গত সপ্তাহে বিশ্বের চার বড় প্রযুক্তি কোম্পানির শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখেছেন। সহিংস রাজনৈতিক কনটেন্ট সরিয়ে নিতে কোম্পানিগুলোকে আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড