• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোদীকে রুখতে প্রস্তুত ১১১ কৃষক

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ ২০১৯, ১৫:৪৩
প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বিক্ষোভ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ করছেন তামিলনাড়ুর কৃষকরা। (ছবিসূত্র : এমএসএন)

ভারতে আর কিছুদিন পর হতে যাচ্ছে লোকসভা নির্বাচন। গতবারের মতো এ নির্বাচনেও উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর সেই কেন্দ্রে ইতোমধ্যে অন্তত ১১১ জন কৃষক মোদীর বিপক্ষে প্রার্থী হতে চলেছেন।

সম্প্রতি নিজেদের বিভিন্ন দাবি নিয়ে রাজধানী দিল্লিতে টানা ১০০ দিনের বেশি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন তামিলনাড়ুর সেই কৃষকরা। তবে এবার আসল ভোটের ময়দানে সরাসরি মোদীকে এই নজিরবিহীন চ্যালেঞ্জ জানাতে চলেছেন তারা।

তামিলনাড়ুর কৃষক নেতা পি আয়াকান্নু বলেছেন, ‘বারাণসীতে প্রার্থী হবেন রাজ্যের মোট ১১১ জন কৃষক। সেখানে আমরা মূলত এ কারণেই দাঁড়াতে চাই, যাতে কৃষিপণ্যের ন্যায্য মূল্য দেওয়ার বিষয়টি বিজেপি তাদের নির্বাচনি ইস্তেহারে রাখতে বাধ্য হয়। যে মুহূর্তে তারা তা করবে তখনই মোদীর বিরুদ্ধে আমরা আমাদের সব প্রার্থিতা প্রত্যাহার করে নেব।’

কৃষক নেতা পি আয়াকান্নু আরও বলেন, ‘কৃষকদের প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে এরইমধ্যে সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি। একইসঙ্গে তাদের পক্ষ থেকে আমাদের এই উদ্যোগকে পুরোপুরি স্বাগত জানানো হয়েছে।’

মূলত এর মাধ্যমে বিজেপিকে বার্তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা কখনোই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নই। গতবার তিনি ক্ষমতায় আসার আগে আমাদের দ্বিগুণ আয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী। সে কারণে তার কাছে আমরা আবেদন করেছি যে, তামিলনাড়ুর একমাত্র সাংসদ আমাদের আশ্বস্ত করলে আমরাও এ বিষয়টি বিবেচনা করতে রাজি আছি।’

আরও পড়ুন :- ইমরানকে ‘প্রেমপত্র’ পাঠিয়েছেন মোদী, দাবি কংগ্রেসের

এর আগে ২০১৪ সালে এই একই কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও এখনো আসনটিতে মোদী ছাড়া অন্য কোনো শক্তিশালী প্রার্থী নিজের নাম লেখাতে পারেননি।

অডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড