• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোমালিয়ার সরকারি ভবনে হামলায় উপমন্ত্রীসহ নিহত ১৫

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ ২০১৯, ০৯:৪৮
সোমালিয়া জঙ্গি হামলা
সোমালিয়ায় জঙ্গি হামলার শিকার সরকারি ভবন। (ছবিসূত্র : দ্য টাইম ম্যাগাজিন)

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবস্থিত শ্রম মন্ত্রণালয়ের অফিসে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সদস্যরা আচমকা হামলা চালিয়েছে।

এতে শেষ খবর পাওয়া পর্যন্ত উপ শ্রমমন্ত্রী সাকার ইবরাহিম আবদুল্লাহসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ সরকারি কর্মকর্তা। খবর আল-জাজিরার।

শনিবার (২৩ মার্চ) দেশটির গোয়েন্দা সংস্থার সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত মন্ত্রণালয়টির ভবন গেটে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরিত হয়। পরে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করেন। আর তারা সেখানে গিয়ে দিগ্বিদিক গুলি ছুঁড়তে শুরু করেন।

ভবনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মোহামেদ হুসেইন বলেন, ‘বন্দুকধারীরা ভবনটিতে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই উপ শ্রমমন্ত্রী নিহত হন। তাকে ভবনের গ্রাউন্ড ফ্লোরে নিয়ে হত্যা করা হয়।’

এদিকে মেজর আলি আব্দুল্লাহি নামে পুলিশের আরেক কর্মকর্তা বলেছেন, ‘এ দিন মোট চারজন বন্দুকধারী সরকারি এই ভবনটির ভেতরে প্রবেশ করেছিল। পরবর্তীতে এখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনারা তাদেরকে প্রত্যেককে গুলি করে হত্যা করে। তাছাড়া ভবনের সামনে যিনি এই আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণটি ঘটিয়েছিল, এতে তিনিও নিহত হয়েছেন।’

অপরদিকে দেশটির আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আব্দিল কাদির রাহমান জানান, নির্মম এ হামলার ঘটনায় এখন পর্যন্ত ১১ জন আহত হয়েছেন। যদিও পুলিশ কর্মকর্তাদের দাবি, এ ঘটনায় ২০ সরকারি কর্মকর্তা আহত হয়েছেন।

আরও পড়ুন :- ধনী নারীদের তালিকায় শীর্ষে লরিয়েলের মেয়ার্স

যদিও ইতোমধ্যে ভয়াবহ এ হামলার দায় স্বীকার করে নিয়েছে সশস্ত্র জঙ্গি সংগঠন আল-শাবাবের সদস্যরা। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের একজন সদস্য মন্ত্রণালয়ের ভবন গেটে গাড়িবোমা বিস্ফোরণ ঘটান। পরবর্তীতে বাকি সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা উপ শ্রমমন্ত্রীকে হত্যা করতে সক্ষম হন।’

অডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড