• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মির ইস্যুতে পাকিস্তান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৪
পাকিস্তান থেকে ভারতীয় রাষ্ট্রদূত প্রত্যাহার
পাকিস্তান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিলো ভারত। (ছবি : সম্পাদিত)

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠায় ক্রমশ শীতলের দিকে যাচ্ছে ইসলামাবাদ-দিল্লি সম্পর্ক।

মূলত এসবের জেরে ভারত ইতোমধ্যে পাকিস্তান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে এই রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এ হামলার জন্য ভারত প্রথম থেকে পাকিস্তানকে দায়ী করলেও তখন থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছে ইসলামাবাদ। প্রথমে পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব এবং এরপর পাকিস্তান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে একেবারে প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

এরই মধ্যে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সারা দিয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেখান থেকে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন দেশটির বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪৪ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকের পর এবার ক্ষোভে ফুঁসছে ভারত।

কাশ্মিরের ইতিহাসে সবচেয়ে নির্মম এবং ভয়ানক এই হামলার বিষয়ে পাকিস্তান জড়িত থাকতে পারে। মূলত এমন অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমে তদন্ত কাজ শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড