• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপ্লবী গার্ডদের ওপর হামলা, মার্কিন-ইসরায়েলকে দুষলেন রুহানি

  অধিকার ডেস্ক    ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৭

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের মার্কিন বিরোধী ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন, আত্মঘাতী হামলায় ২৭ সেনা নিহত হওয়ার জবাব কেবল দেশের ভেতরেই সীমিত থাকবে না। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর ওপর এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় আঘাতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্ত্রাসবাদের সমর্থনকে অভিযুক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, ভাড়াটে খুনিদের কাছ থেকে আমাদের শহীদদের রক্তের বদলা আদায় করবই। এ অঞ্চলে সন্ত্রাসবাদের মূল শেকড় হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল। সোচিতে ত্রিপক্ষীয় সম্মেলনে যোগ দিতে মেহরাবাদ বিমানবন্দর থেকে রাশিয়ার উদ্দেশে উড়াল দেয়ার আগে তিনি এসব কথা বলেন।

কমান্ডার আলী ফাদাভি বলেন, ইসলামী বিপ্লবের প্রতিরক্ষায় আমাদের পদক্ষেপ সীমান্তের মধ্যেই সীমিত থাকবে না। আগের মতোই বিপ্লবী গার্ডসের পক্ষ থেকে শত্রুদের কঠোর জবাব দেয়া হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানে হামলা চালাতে আপনাদের মাটি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেবেন না।

মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সম্প্রতি সুন্নি মুসলিম সংখ্যালঘুদের হামলা ও হতাহতের সংখ্যা বাড়ছেই। সুন্নি গোষ্ঠী জইশ আল আদল হামলার দায় স্বীকার করেছে। সংখ্যালঘু বালুচিসদের জন্য অধিকতর উন্নত জীবন ও বেঁচে থাকার সুন্দরের পরিবেশের জন্য লড়াই করার দাবি করছে জইশ আল আদল। আত্মঘাতী হামলায় দায়ী ভাড়াটে খুনিদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুহানি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড