• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংকট নিরসনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে মাদুরোর নির্দেশ

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি ২০১৯, ১৩:০০
মাদুরো
সেনা সদস্যদের সঙ্গে নৌ মহড়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। (ছবি : রয়টার্স)

ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। তাই এ সংকট দ্রুত নিরসনে এখনই দেশটির সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

রবিবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় সকালে দেশটির বেশ কয়েকটি সামরিক ঘাঁটি পরিদর্শন শেষে তিনি সেনা সদস্যদের প্রতি এ নির্দেশ দেন। কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এ দিন দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি পরিদর্শন করেন নিকোলাস মাদুরো। এ সময় তিনি সামরিক মহড়ার যাবতীয় প্রস্তুতিও পর্যবেক্ষণ করেন।

পরে সেনা সদস্যদের উদ্দেশে মাদুরো বলেন, ‘আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা।’

উল্লেখ্য, সে সময় তিনি সামরিক বাহিনীতে ব্যবহৃত এন্টি এয়ারক্রাফট ফ্ল্যাক, রুশ হার্ডওয়্যার, বিধ্বংসী ট্যাংকসহ নানা সামরিক শক্তি পর্যবেক্ষণ করেন।

এর আগে মার্কিন মদদ পুষ্ট দেশটির বিরোধী নেতা জুয়ান গুইদো ভেনেজুয়েলার সব সামরিক বাহিনীর সদস্যদের তার সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড