• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিপাইনের গির্জায় বোমা বিস্ফোরণ, ২১ জনের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি ২০১৯, ১২:১২
গির্জায় বোমা বিস্ফোরণ
ফিলিপাইনের গির্জায় বোমা বিস্ফোরণ। (ছবি : সম্পাদিত)

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের একটি ক্যাথিড্রাল গির্জায় দুটি বোমা বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত সামরিক বাহিনীর সদস্যসহ প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন।

এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৭১ জন। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে প্রদেশটির মিন্দানাও আইল্যান্ডের সুলু জোলো ক্যাথেড্রাল গির্জায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে অংশ নিতে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান।

অভিযানে অংশ নেওয়া ব্রিগেডিয়ার জেনারেল এডগার্ড আরিওয়ালো বলছেন, ‘আমরা জেলো ক্যাথিড্রালে গির্জায় থাকা বেসামরিক লোকদের ওপর এই মারাত্মক আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি।’

এডগার্ড আরিওয়ালো আরও বলেন, ‘আমি নিশ্চিত করেছিলাম যে একটি বিস্ফোরক যন্ত্র (আইইডি) দিয়ে গির্জার প্রবেশ পথে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়েছিল এবং দ্বিতীয়টি সামরিক ইউনিটকে লক্ষ্য করে ঘটানো হয়।’

তিনি এও বলেছেন, ‘এতে এখন পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে বেশ কিছু সেনা কর্মকর্তাও রয়েছেন। তাছাড়া আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড