• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মা পার্টিতে, বদ্ধ গাড়িতে দুই সন্তানের মৃত্যু : কারাদণ্ড ৪০ বছরের

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:১৪
গাড়ির মধ্যে দম বন্ধ হয়ে প্রাণ হারানো দুই শিশু ও তাদের মা
টেক্সাসে গাড়ির মধ্যে দম বন্ধ হয়ে প্রাণ হারানো সেই দুই শিশু ও তাদের ১৯ বছর বয়সী মা। (ছবি : সম্পাদিত)

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিজের দুই মেয়েকে ৯০ ডিগ্রি তাপমাত্রায় গাড়ির মধ্যে আটকে রেখে পার্টিতে গিয়েছিলেন এক মা। মূলত এ ঘটনায় সন্তানদের মৃত্যু হওয়ায় আমান্ডা হকিংস নামের ১৯ বছর বয়সী সেই মাকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের ৭ জুন মাসে আমান্ডা হকিংস তার এক ও দুই বছরের দুই মেয়ে সন্তানকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, একটি লেকের কাছে ফুটে থাকা ফুলের গন্ধ শুঁকেই অসুস্থ হয়ে পড়ে তার দুই সন্তান। মূলত এতেই তাদের মৃত্যু হয়।

তবে স্থানীয় একটি সংবাদ চ্যানেলের খবরে বলা হয়, বাচ্চাদের রাতভর গাড়িতে বসিয়ে রেখেই পার্টি করতে চলে যান সেই মা। আর তা থেকেই মায়ের ওপর সন্দেহ হয় পুলিশের।

তখন প্রায় ১৫ থেকে ১৮ ঘণ্টা হিল কান্ট্রির ৯০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গাড়ির ভেতর বন্ধ অবস্থায় ছিল সেই বাচ্চারা। সেখানেই দম আটকে মৃত্যু হয় তাদের। এমনকি সেই পরিস্থিতি দেখার পর তাৎক্ষণিক বাচ্চাদের বাঁচাতে সার্চ ইঞ্জিন গুগলে প্রশ্ন টাইপ করেছিলেন আমান্ডা। পুলিশের পরে সেটির প্রমাণও হাতে পায়।

উল্লেখ্য, শুনানি চলাকালীন বিচারক আমান্ডার উদ্দেশে বলেন, ‘মানুষ নিজের কুকুরদেরও এর চেয়ে বেশি খেয়াল রাখেন।’ মূলত এর পরই সেই নারীকে ৪০ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড