• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সু চি’কে দেওয়া পুরস্কার প্রত্যাহার করল দক্ষিণ কোরিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৮
সু চি
দক্ষিণ কোরিয়ার মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে পুরস্কার নিচ্ছেন মিয়ানমার নেত্রী অং সান সু চি। (ছবিসূত্র : চ্যানেল নিউজ এশিয়া)

শান্তিতে নোবেল জয়ী মিয়ানমার নেত্রী অং সান সু চিকে ২০০৪ সালে দক্ষিণ কোরিয়ার অন্যতম মানবাধিকার সংস্থার দেওয়া পুরস্কার প্রত্যাহার করে নেবে কর্তৃপক্ষ।

রাখাইন অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সেনা সদস্যদের অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞের বিষয়ে তার উদাসীনতার কারণে সোমবার (১৭ ডিসেম্বর) সংস্থাটি এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। আয়োজক কমিটির বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলে হয়, ২০০৪ সালে সামরিক জান্তার হাতে গৃহবন্দি থাকার কারণে সু চি সে সময় গোয়াংঝু মানবাধিকার পুরস্কারটি গ্রহণ করতে পারেননি। পরে তার দল দেশটির ক্ষমতায় আসার পর শান্তিতে নোবেল জয়ী এ নেত্রী স্টেট কাউন্সিলরের উপাধি পান। তবে রোহিঙ্গা জনগোষ্ঠীদের ওপর চরম নৃশংসতা চলাকালে সু চি কোনো ধরনের সঠিক পদক্ষেপ না নেওয়ায় এক রকম বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিলো দক্ষিণ কোরিয়ার মেমোরিয়াল ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের মুখপাত্র চো জিন-তায়ে বার্তা সংস্থা এএফপি'কে বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার বিষয়ে সু চির উদাসীনতা এ পুরস্কারের সম্পূর্ণ মূল্যবোধ পরিপন্থী।’

তিনি আরও জানান, মূলত এর ফলেই ফাউন্ডেশন বোর্ড সু চির এ পুরস্কার প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড