• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জম্মু-কাশ্মিরে পুলিশের গুলিতে ৩ বিচ্ছিন্নতাবাদীর প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৬
কাশ্মিরে পুলিশের গুলিতে সন্ত্রাসী নিহত
কাশ্মিরে পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়। (ছবিসূত্র : দ্য হিন্দুস্তান টাইমস)

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত তিন বিচ্ছিন্নতাবাদী। শনিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় হওয়া এ সংঘর্ষে আহত হয়েছেন এক সেনা সদস্য।

প্রায় ১৭ ঘণ্টা যাবত দুপক্ষের মধ্যে চলা এ গুলি বিনিময়ের এক পর্যায় কাশ্মিরিদের ছোড়া পাথরে আহত হন ভারতীয় নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, চলতি বছর দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত ২৩২ বিচ্ছিন্নতাবাদী। যার মধ্যে গত ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮০ দিনে নিহত হয়েছে আরও ৫১ জন সন্ত্রাসী। আর ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে প্রাণ হারায় কমপক্ষে ৮৫ জন।

ভারতীয় কর্মকর্তাদের দাবি, বর্তমানে কাশ্মির উপত্যকায় সক্রিয় বিচ্ছিন্নতাবাদীর সংখ্যা ২৪০। যাদের মধ্যে বহিরাগতের সংখ্যাও কম নয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ জুন থেকে ৫ ডিসেম্বরের মধ্যে কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীর গুলিতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রাণ হারিয়েছেন অন্তত দশজন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৮৬ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড