• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহারাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ : ছয় সেনা সদস্য নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০১৮, ১১:০৯
মহারাষ্ট্রে বিস্ফোরণ
মহারাষ্ট্রের পুল গাঁওয়ের সামরিক ঘাঁটি। (ছবিসূত্র : ডিএনএ ইন্ডিয়া)

ভারতের মহারাষ্ট্রের বর্ধা জেলার পুল গাঁওয়ের এক সামরিক ঘাঁটিতে বোমা বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন সেনা সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৮ জন সদস্য। মঙ্গলবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে হওয়া এ বিস্ফোরণের বিষয়টি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।

এদিকে বার্তা সংস্থা পিটিআই’য়ের বরাতে দ্য হিন্দুস্তান টাইমস জানায়, পুল গাঁওয়ের সামরিক ঘাঁটিতে বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, মহারাষ্ট্রের পুল গাঁওয়ের সেই সেনা ডিপোটি হচ্ছে দেশের অন্যতম বৃহৎ অস্ত্রের গোডাউন। সেখানে প্রচুর সংখ্যক বোমা, গ্রেনেড, শেল, রাইফেল এবং অন্যান্য ভারি বিস্ফোরকসহ সমন্বিত অস্ত্র মজুদ রয়েছে।

এর আগে ২০১৬ সালের মে মাসে বর্ধমানের ওয়ার ধার সেনা ডিপোতে এক বৃহৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় অন্তত ১৬ জন প্রতিরক্ষা কর্মী প্রাণ হারান। যাদের মধ্যে দুই জন সেনা কর্মকর্তাও ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড